/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/Eid-namaz-Cover-Photo-1.jpg)
ঈদের নামাজের আগে কলকাতার রেড রোডে Express photo Shashi Ghosh
গোটা রমজান মাসের ২৯ বা ৩০ দিন ধরে দিনভর রোজার পর স্থানীয় ধর্মযাজকদের চাঁদের অবস্থান নির্ধারণের ওপর নির্ভর করে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ঘোষিত হয়েছে ঈদের দিন। এদিন মুসলিমরা একে অন্যকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান। কলকাতা-সহ গোটা দেশেই আজ শনিবার পালিত হচ্ছে খুশির ঈদ। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ন’টা নাগাদ রেড রোডে কলকাতার বৃহত্তম জমায়েত হয়। জমায়েতে অংশগ্রহণ করেন প্রায় দু’লক্ষ মানুষ।
Eid-ul-Fitr greetings! May this auspicious day further the spirit of peace and brotherhood in our society.
— Narendra Modi (@narendramodi) June 26, 2017
May this #Eid bring happiness and endless blessings from the Almighty. #EidMubarak
ঈদ মুবারক pic.twitter.com/JmqKBwx3pb
— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2018
Id Mubarak and good wishes to all fellow citizens, especially to our Muslim brothers and sisters in India and abroad. May this happy occasion bring joy to your families and foster fraternity, understanding and mutual goodwill in our shared society #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) June 16, 2018
দেখুন আজকের রেড রোডে নমাজের ছবি। সৌজন্যে আমাদের চিত্র সাংবাদিক শশী ঘোষ।
প্রতিবেদনের সব ছবিগুলো তুলেছেন- শশী ঘোষ