আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেছে, তাই কাল শনিবার, জুন ১৬, পালিত হবে ঈদ-আল-ফিতর। ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব। তাই উৎসবের প্রাক্কালে কাছের মানুষকে পাঠিয়ে দিন কিছু সুন্দর শুভেচ্ছা বার্তা। আপনার জন্য রইল সে সবেরই কিছু সুলুক সন্ধান।
আপনার পাঠানো কার্ড আর সুন্দর কিছু বার্তা দিয়ে আরও সুন্দর করে তুলুন আপনার পরিজনের উৎসব। গোটা রমজান মাসের ২৯ বা ৩০ দিন ধরে দিনভর রোজার পর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ঘোষিত হল ঈদের দিন, যা স্থানীয় ধর্মযাজকদের চাঁদের অবস্থান নির্ধারণের ওপর নির্ভর করে। এদিন মুসলিমরা একে অন্যকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, এবার ঈদে বারুইপুরে গেলে দেখা মিলবে থিমের। এ বছর জেরুজালেমের আল আকসা মসজিদের আদলে ঈদের থিম প্যান্ডেল তৈরি করেছে নজরুল সরণি ঈদ মিলনোৎসব কমিটি। অন্যদিকে লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহের প্রপৌত্রীর কন্যা মনজিলাত ফাতিমা খাস কলকাতাতেই চালু করেছেন প্রাইভেট বা হোম ডাইনিং, যেখানে পাওয়া যায় নানারকম আওয়াধি খানা। শুধু তাই নয়, ঈদের মরসুমে সিনে প্রেমীদের জন্যও ভাইজানের তরফে রয়েছে উপহার, আজই মুক্তি পেল সলমন খান অভিনীত ‘রেস থ্রি’। তাহলে সব মিলিয়ে বলাই যেতে পারে ঈদের খুশীতে মেতেছে সকলেই। খুশীর এই আমেজে আপনাকেও ঈদ মুবারক।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: