New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/eid-2019.jpg)
পবিত্র রমজান মাসের শেষে আসে ঈদ-উল-ফিতর
পবিত্র রমজান মাসের শেষে আসে ঈদ-উল-ফিতর
Ramzan Images 2019, Ramzan 2019 Wishes, Messages: মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে, তাই আজ বুধবার, জুন ৫, পালিত হবে পবিত্র রমজান মাসের শেষে ঈদ-উল-ফিতর।ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব। তাই উৎসবের প্রাক্কালে কাছের মানুষকে পাঠিয়ে দিন কিছু সুন্দর শুভেচ্ছা বার্তা। আপনার জন্য রইল সে সবেরই কিছু সুলুক সন্ধান।
আপনার পাঠানো কার্ড আর সুন্দর কিছু বার্তা দিয়ে আরও সুন্দর করে তুলুন আপনার পরিজনের উৎসব। গোটা রমজান মাসের ২৯ বা ৩০ দিন ধরে দিনভর রোজার পর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ঘোষিত হল ঈদের দিন, যা স্থানীয় ধর্মযাজকদের চাঁদের অবস্থান নির্ধারণের ওপর নির্ভর করে। এদিন মুসলিমরা একে অন্যকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান।
সে যাই হোক, রমজান শেষ, কাজেই উৎসব আসন্ন এবং তাই ঈদ মুবারক!