/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/eid-2020-lead-1.jpg)
Eid Mubarak 2020 Wishes Images
Happy Eid-ul-Fitr, Eid Mubarak 2020 Wishes images, status, quotes, messages, photos, pics: শনিবার সন্ধ্যা পর্যন্ত দেখা যায় নি চাঁদ, তাই সোমবার, ২৫ মে, পালিত হবে পবিত্র রমজান মাসের শেষে ঈদ-উল-ফিতর অথবা ঈদুল ফিতর উৎসব। ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব থাকে প্রতিবছর। তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে চিত্রটা অবশ্যই অনেকটা আলাদা। তবু মন ভালো রাখতে উৎসবের প্রাক্কালে কাছের মানুষকে পাঠিয়ে দিন কিছু সুন্দর শুভেচ্ছা বার্তা। আপনার জন্য রইল সে সবেরই কিছু সুলুক সন্ধান।
আপনার পাঠানো কার্ড আর সুন্দর কিছু বার্তা দিয়ে যথাসম্ভব সুন্দর করে তুলুন আপনার পরিজনের উৎসব। গোটা রমজান মাসের ২৯ বা ৩০ দিন ধরে দিনভর রোজার পর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী শনিবার ঘোষিত হলো ঈদের তারিখ, যা স্থানীয় ধর্মযাজকদের চাঁদের অবস্থান নির্ধারণের ওপর নির্ভর করে। এদিন মুসলিমরা একে অন্যকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বা 'ঈদ মোবারক' জানান।
 Eid Mubarak 2020 Wishes Images
 Eid Mubarak 2020 Wishes Images
 Eid Mubarak 2020 Wishes Images
 Eid Mubarak 2020 Wishes Images
 Eid Mubarak 2020 Wishes Images
 Eid Mubarak 2020 Wishes Imagesদিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি শনিবার ঘোষণা করেন, ২৫ মে পালিত হবে ঈদুল ফিতর, যেহেতু শনিবার দেখা যায় নি ঈদের চাঁদ। তিনি জনসাধারণের প্রতি আবেদন জানিয়েছেন, যেন ঈদের দিনও তাঁরা সাবধানতা অবলম্বন করেন এবং সামাজিক দূরত্ব-বিধি মেনে চলেন। “হাত মেলানো বা একে অপরকে জড়িয়ে ধরা এড়িয়ে চলুন। সরকারের নির্দেশিকা মেনে চলা উচিত আমাদের,” বলেন বুখারি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us