The Complete List of Long Weekends in 2025: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ২০২৪ কে বিদায় জানানোর পালা। ২০২৫ সালে ১২ সপ্তাহে থাকবে লম্বা ছুটি। তালিকা দেখে এখন থেকে বানিয়ে ফেলুন আপনার ট্যুর প্ল্যান।
আগামী বছর অর্থাৎ ২০২৫ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাসে ৩ দিন এবং কোন মাসে ৪ দিন ছুটি থাকবে। আজকের এই প্রতিবেদন জেনে নিন ২০২৫ এর লং উইকেন্ড লিস্ট।
যারা দীর্ঘ ছুটির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নতুন বছর ২০২৫ স্পেশ্যাল হতে চলেছে। শুধু এক বা দুই দিন নয়, যাদের একসঙ্গে অন্তত ৪ থেকে ৫ দিনের ছুটির প্রয়োজন, তাদের কাছে আগামী বছর বিশেষ হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক ২০২৫ সালে কোন মাসে কবে কবে লম্বা ছুটি থাকবে?
২০২৫ সালে থাকতে চলেছে ১২ টি লং উইকেন্ড। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে দীর্ঘ ছুটিতে অনায়াসেই সেড়ে ফেলতে পারেন আপনার ট্যুর প্ল্যানিং। কোনো কোনো মাসে একটানা ৩ দিন লম্বা ছুটি থাকবে, আবার কোনো মাসে একটানা ৪ ও ৫ দিন লম্বা ছুটি থাকবে।
দেখুন জানুয়ারি ২০২৫ দীর্ঘ ছুটির তালিকা
১১ জানুয়ারী, ২০২৫ তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকবে কারণ এটি মাসের দ্বিতীয় শনিবার। পাশাপাশি যে সকল সরকারি অফিস শনিবার ছুটি থাকে সেগুলিও এদিন বন্ধ থাকবে তাদের জন্য শনিবারও ছুটি থাকবে। ১২ জানুয়ারি রবিবার হওয়ায় এমনিতেই ছুটি থাকছে । ১৪ জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির উৎসবের কারণে ছুটি থাকবে। মাঝে ১৩ জানুয়ারি, সোমবার এবং আপনি যদি এই দিনে ছুটি নেন তবে আপনার চার দিনের একটা লম্বা ছুটি পেয়ে যাবেন। বছরের প্রথমেই আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে এই লম্বা ছুটিতেঁ অনায়াসেই কোথাও ঘুরে আসত পারেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছুটির দিন
ফেব্রুয়ারিতে সেভাবে লম্বা ছুটি নেই । এই মাসে চারদিন মাত্র ছুটি পাবেন। ২ রা ফেব্রুয়ারি রবিবার বসন্ত পঞ্চমী, ১২ ফেব্রুয়ারি বুধবার গুরু রবিদাসের জন্মদিন, ১৯ ফেব্রুয়ারি বুধবার শিবাজি জয়ন্তী এবং ২৩ ফেব্রুয়ারি রবিবার স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিন। এই বিশেষ দিনগুলিতে রাজ্য বিশেষে স্কুল-অফিস কাছাড়ি ছুটি থাকবে।
মার্চে দুবার লম্বা ছুটি থাকবে
আপনি ১৩ মার্চ, থেকে ১৩ মার্চ পর্যন্ত লম্বা ছুটি উপভোগ করতে পারেন। হোলিকা দহন বা ন্যাড়াপোড়া ১৩ মার্চ হোলি ১৪ মার্চ ১৫ মার্চ শনিবার এবং ১৬ মার্চ রবিবার। এমাসেই লম্বা ছুটি উপভোগ করতে পারেন ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে। ২৯ মার্চ শনিবার, ৩০ মার্চ রবিবার এবং ৩১ মার্চ ইদ-উল-ফিতর।
২০২৫ সালের এপ্রিলেও দুবার লম্বা ছুটি থাকবে
১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত থাকবে লং উইকেণ্ড । আপনি ১০ এপ্রিল এবং ১১ এপ্রিল মহাবীর জয়ন্তীতে ছুটি নিতে পারেন। এর পর ১২ এপ্রিল শনিবার এবং ১৩ এপ্রিল রবিবার। এরপর ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে। ১৮এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে থাকায় ওই দিন ছুটি থাকবে। ১৯ এপ্রিল শনিবার এবং ২০ এপ্রিল রবিবার ছুটি থাকবে।
২০২৫ সালের মে মাসে কবে কবে ছুটি ?
মে মাসে আপনি ১০ থেকে ১২ মে লম্বা ছুটি উপভোগ করতে পারেন। আপনার যদি শনিবার ছুটি থাকে তবে ১০ মে শনিবার, ১১ মে রবিবার এবং ১২ মে সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি পেয়ে যাবেন।
২০২৫ সালের জুন এবং জুলাই মাসে খুব বেশি ছুটি নেই
২০২৫ সালের জুন ও জুলাই মাসে আর কোনো ছুটি থাকবে না। ইদ-উল-জুহা, বকরিদ উপলক্ষে ৭ জুন শনিবার ছুটি থাকবে। ৬ জুলাই মহরমের ছুটি থাকবে। দুই মাসেই রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
আগস্টে আবারও লম্বা ছুটি
১৫ ই আগস্ট থেকে ১৭ ই আগস্ট 2025 পর্যন্ত টানা ছুটি থাকবে। ১৫ আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস, ১৬ আগস্ট শনিবার জন্মঅষ্টমী এবং ১৭ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
সেপ্টেম্বরে কোন কোন দিন ছুটি ?
৫ ই সেপ্টেম্বর থেকে ৭ ই সেপ্টেম্বর পর্যন্ত টানা ছুটি থাকবে। ৫ সেপ্টেম্বর শুক্রবার ঈদ-ই-মিলাদ ও ওনামের ছুটি। ৬ সেপ্টেম্বর শনিবার এবং ৭ সেপ্টেম্বর রবিবার ছুটি রয়েছে।
অক্টোবরে দীর্ঘ ছুটি
অক্টোবরে ১ থেকে ৫ তারিখ পর্যন্ত লম্বা ছুটি থাকবে। মহানবমী ১লা অক্টোবর, দশেরা এবং ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী। আপনি ৩রা অক্টোবর ছুটি নিতে পারেন। শনিবার ছুটি থাকলে রবিবারের কারণে ৫ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকবে। অক্টোবরের আরও একটা লম্বা ছুটি থাকবে ১৮ থেকে ২০ অক্টোবর। এই সময়ের মধ্যে, দীপাবলির কারণে শনিবার, রবিবার এবং ২০ অক্টোবর ছুটি থাকবে। এরপর ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত থাকবে টানা ছুটি। ২৩ অক্টোবর ভাই ফোঁটা ছুটি। আপনি ২৪ অক্টোবর ছুটি নিতে পারেন। বাকি ২৫ ও ২৬ অক্টোবর শনিবার ও রবিবার।
নভেম্বরে লম্বা ছুটি নেই
নভেম্বরে ছুটি থাকবে মাত্র দুই দিন। ৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। 2২৪শে নভেম্বর তারিখে গুরু তেগ বাহাদুরের মৃত্যু দিবস উপলক্ষে ছুটি থাকবে।
ডিসেম্বরে লম্বা ছুটির তালিকা
২০২৫ সালের ডিসেম্বরে টানা ৪ দিন ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর বড়দিন এবং আপনি ২৬ ডিসেম্বর শুক্রবার ছুটি নিতে পারেন। ২৭ ডিসেম্বর শনিবার ছুটি থাকবে। ২৮ ডিসেম্বর রবিবার।
( ছুটির তালিকা রাজ্য বিশেষে বদল হতে পারে)