/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-1-2025-10-11-13-08-17.jpg)
Ezra Street Light Market Kolkata: দীপাবলির প্রস্তুতিতে জমজমাট আলোবাজার!
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-2-2025-10-11-13-08-29.jpg)
কলকাতার আলো ঝলমলে গলি
Ezra Street Light Market Kolkata: দীপাবলি মানেই আলো, আনন্দ আর সাজসজ্জা। প্রতিবছরই আমরা চাই আমাদের ঘর, বারান্দা বা দোকান আলোয় ঝলমল করে উঠুক। কিন্তু আজকের দিনে লাইটের দাম এতটাই বেড়ে গেছে যে, অনেকের কাছে একটা বড় ডেকোর লাইট সেট কেনাও কষ্টের!
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-3-2025-10-11-13-08-51.jpg)
কোথায় এই ইজরা স্ট্রিট?
ইজরা স্ট্রিট মূলত কলকাতার প্রাণকেন্দ্র, লালবাজারের কাছেই। এখানে গেলে মনে হবে, যেন আলোয় মোড়া এক আলাদা দুনিয়ায় ঢুকে পড়েছেন! গলির পর গলি ভর্তি ছোট-বড় দোকান, যেগুলিতে সারি সারি লাইট ঝুলছে। দিনের আলোয়ও যেন রাতের মত ঝলমলে পরিবেশ।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-4-2025-10-11-13-09-16.jpg)
কী কী লাইট পাওয়া যায় এখানে?
ইজরা স্ট্রিটে গেলে আপনি পাবেন প্রায় সব ধরনের লাইট— টুনি লাইট (string light), LED ফিতা লাইট, LED ফিতা লাইট, ছাদের ডেকোর লাইট, ঝুলন্ত ঝাড়বাতি, সেন্সর লাইট ও রিমোট কন্ট্রোল লাইট, রঙিন ও ডিজাইনার শেড লাইট, এমনকী 'smart home' লাইটিংও পাওয়া যায়! এই মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হল দাম। টুনি লাইটের দাম শুরু ১০ টাকা থেকে। ভালো মানের ঘরের ডেকোর লাইট ২০০-৫০০ টাকার মধ্যে। ঝাড়বাতি বা প্রিমিয়াম ডিজাইনার লাইটের দাম ১,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-5-2025-10-11-13-09-46.jpg)
পাইকারি দামে খুচরোয় বিক্রি
যাঁরা পাইকারিতে কিনতে চান, তাঁরা আরও কম দামে পেয়ে যাবেন। কারণ, দোকানদাররা চায় বাল্ক সেল (bulk sale)। সোজা কথায়— একই জায়গায় হোলসেল দামেই পেয়ে যাবেন রিটেলের অভিজ্ঞতা!
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-6-2025-10-11-13-10-13.jpg)
কীভাবে যাবেন?
শিয়ালদা, পার্ক স্ট্রিট বা হাওড়া থেকে সরাসরি বাসে এখানে চলে আসতে পারবেন। কন্ডাক্টরকে বলে রাখবেন, এজরা স্ট্রিট লাইট মার্কেটে নামব, ওঁরাই নামিয়ে দেবেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-7-2025-10-11-13-10-48.jpg)
কখন যাওয়া ভালো?
দীপাবলির আগে থেকে (অক্টোবর–নভেম্বর) গোটা মার্কেট আলোয় সাজানো থাকে। ভিড় এড়াতে সকালে বা দুপুরে গেলে আরাম পাবেন। রাতেও দোকানগুলো খোলা থাকে প্রায় ৯টা পর্যন্ত, তখন আলোয় গোটা গলিটাই উজ্জ্বল আলোময় লাগে।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-7-2025-10-11-13-11-12.jpg)
ব্যবসার সুযোগও আছে!
অনেকে এখানে পাইকারিতে লাইট কিনে অনলাইনে বা স্থানীয় দোকানে বিক্রি করেন। বেশ কয়েকটি দোকানে এখন অনলাইন অর্ডার নেওয়ারও ব্যবস্থা রয়েছে। হোয়াটসঅ্যাপ বা ফোনে অর্ডার দিয়ে পরে সংগ্রহ করা যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-8-2025-10-11-13-12-03.jpg)
উৎসবের আমেজে আলো ঝলমলে
কালীপুজো আর দীপাবলির সময় এই মার্কেটে গেলে মনে হবে আপনি যেন কোনো রূপকথার শহরে ঢুকে পড়েছেন। চারদিক আলোয় ঝলমল করছে, দোকানিরা হাসিমুখে ক্রেতাদের ডাকছে, আর হাতে রঙিন আলো নিয়ে মানুষ ঘরে ফিরছে— এই দৃশ্যই যেন কলকাতার উৎসবের প্রকৃত রূপ।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-9-2025-10-11-13-12-32.jpg)
কেনাকাটার সময় কী খেয়াল রাখবেন?
কেনা লাইটের ওয়ারেন্টি আছে কি না জিজ্ঞেস করুন, চাইনিজ ও লোকাল প্রোডাক্টের পার্থক্য জেনে নিন, যদি দোকানটা বড় হয়, বাল্ক রেটে ডিসকাউন্ট চাইতে ভুলবেন না, কিছু দোকানে কার্ড ও UPI পেমেন্ট চলে না, তাই ক্যাশ রাখুন।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/ezra-st-light-market-10-2025-10-11-13-13-09.jpg)
সেরা ঠিকানা
কলকাতার ইজরা স্ট্রিট শুধু একটা মার্কেট নয়, এটি যেন এক আলোর উৎসব। যাঁরা সত্যিই চান নিজের ঘর, অফিস বা দোকান দীপাবলির আলোয় ঝলমল করে উঠুক, তাঁদের জন্য এটাই সেরা গন্তব্যস্থল।