Advertisment

Femina Miss India 2018: সেরার শিরোপা পেলেন উনিশ বছরের অনুকৃতি ভাজ

প্রতিযোগীতার ৫৫-তম বর্ষে মিস ইন্ডিয়া ২০১৮-য় বিজয়িনী ঘোষিত হলেন তামিল নাড়ুর অনুকৃতি ভাজ (Anukreethy Vas)। পাশাপাশি হরিয়ানার মিনাক্ষী চৌধুরী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্র প্রদেশের শ্রেয়া রাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

femina miss india world 2018

Femina Miss India World 2018: প্রতিযোগীতার ৫৫-তম বর্ষে মিস ইন্ডিয়া ২০১৮-য় বিজয়িনী ঘোষিত হলেন তামিল নাড়ুর অনুকৃতি ভাজ (Anukreethy Vas)। পাশাপাশি হরিয়ানার মিনাক্ষী চৌধুরী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্র প্রদেশের শ্রেয়া রাও। বিজয়ীদের সেরার শিরোপা পরিয়ে দেন ২০১৭-র মিস ওয়ার্ল্ড মানুষি চিল্লার। ছিলেন মিস ইউনাইটেট কনটিনেন্ট ২০১৭ সানা দুয়া, এবং মিস ইন্টারন্যাশনাল প্রিয়াঙ্কা কুমারিও।

Advertisment

publive-image ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৮-র অনুকৃতি ভাজ

তামিল নাড়ুর লয়োলা কলেজের বিএ ফ্রেঞ্চের ছাত্রী ১৯ বছরের অনুকৃতি। পড়াশোনার পাশাপাশি শুরু থেকেই মডেলিং এবং অ্যাক্টিং-এও ঝোঁক রয়েছে তাঁর। বেশ কয়েটি রাউন্ড পেরিয়ে সেরার খেতাব পেলেন তিনি। এদিন একদা বলিউড সম্রাজ্ঞী মাধুরী দীক্ষিত-কে মিসেস ইন্ডিয়ার খেতাবও দেওয়া হয়। পাশাপাশি মঞ্চে ফুটে ওঠে নায়িকার গায়কী প্রতিভা। ৩০ জন প্রতিযোগীকে নিয়ে এই শো-টি হোস্ট করতে দেখা গেল করণ জোহার এবং আয়ুষ্মান খুরানাকে।

চারটি জোন-এ ভাগ করা হয় এই প্রতিযোগীতা। প্রতিটি জোন-এর একজন মেন্টর ছিলেন, প্রতিযোগীদের ট্রেন করেছেন তাঁরাই। মেন্টরদের তালিকায় ছিলেন নেহা ধুপিয়া (নর্থ জোন) রাহুল প্রীত সিং (সাউথ জোন), পুজা চোপড়া (ইস্ট জোন) এবং পূজা হেগড়ে (ওয়েস্ট জোন)। বিচারকের আসনে দেখা মিলল বিভিন্ন পেশার তারকাদের। ছিলেন মানুষি চিল্লার, কেএল রাহুল, ইরফান পাঠান, ববি দেওল, কুনাল কাপুর, মালাইকা আরোরা খান, গৌরব গুপ্তা, এবং সাংবাদিক ফে ডিসুজা।

publive-image মঞ্চে অনুকৃতী ভাস

সেরা পাঁচজনের তালিকায় ছিলেন মিস ইন্ডিয়া দিল্লি, মিস ইন্ডিয়া হরিয়ানা, মিস ইন্ডিয়া ঝাড়খন্ড, মিস ইন্ডিয়া অন্ধ্র প্রদেশ এবং বিজয়ী মিস ইন্ডিয়া তামিল নাড়ু।

Femina Miss India World
Advertisment