মেয়ের বিয়ের পর এবার বড় ছেলের বিয়ের তোড়জোড় নিয়ে ব্যস্ত মুকেশ ও নীতা আম্বানি। মার্চ মাসের নয় তারিখ ছোটবেলার বান্ধবী স্লোকা মেহতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আকাশ আম্বানি। আম্বানি পরিবারের বিয়ে মানেই 'বিগ ফ্যাট ওয়েডিং', যার আভাস পাওয়া যায় বিয়ের নিমন্ত্রণ কার্ড থেকেই। সদ্য সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে আকাশ-স্লোকার বিয়ের কার্ড।
বিয়ের সেই কার্ড চোখ কেড়েছে তামাম নেটিজেন সম্প্রদায়ের। সব দেখে শুনে অনেকেই বলছেন, "যেমন মেয়ের বিয়ের কার্ড ঠিক তেমনই ছেলের!" সোশাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা অসাধারণ কারুকার্য করা বাক্স। যার চারপাশ বেল ফুল দিয়ে সাজানো। বাক্সের ডালা খুললেই দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের ছবি। কার্ডটি খোলার সময়ই আলোর সঙ্গে অ্যানিমেটেড ডিস্ক ঘুরতে শুরু করে এবং ব্যকগ্রাউন্ডে চলতে শুরু করে 'অচ্যুতম কেশবম' গানটি। আগের বারের মতই একাধিক স্তরের কার্ড। সদ্য মুম্বইতে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরে দেবতাকে কার্ড অর্পণ করে এসেছেন নীতা ও মুকেশ আম্বানি।
প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে মার্চ মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হবে 'মঙ্গল পর্ব' অর্থাৎ বিয়ে, এবং ১১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে রিসেপশন।
Read the full story in English