ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস, যে নামেই ডাকুন, আদতে ভালোবাসার দিন। আর ভালোবাসাবাসি যে সুর ছাড়া অসম্পূর্ণ থাকে। দিনটা যে যার মতো করেই কাটান। কেউ কারো প্রিয় মানুষের সঙ্গে, কেউ প্রিয় বইয়ের সঙ্গে, কেউ ঘুরে বেরিয়ে, কেউ বা বাড়ির সবচেয়ে পছন্দের কোণটা বেছে নিয়ে। শুধু সুরের সঙ্গে থাকুন।
Advertisment
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তালিকায় রাখা হল প্রেমের সেরা পাঁচ আধুনিক গান। তবে এগুলোই যে শুনতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। শুনতে পারেন নিজের ভালো লাগা যে কোনও গান।
হয়তো তোমারই জন্য
মান্না দের কালজয়ী গানে ডুবে থাকতে পারেন গোটা দিনটাই। গান শোনান নিজের কাছের মানুষদেরও
এ তুমি কেমন তুমি
বাংলায় প্রেমের গান নিয়ে কথা হবে, আর কবীর সুমন আসবেন না, তা কী হয়! ভ্যালেন্টাইন ডে-র গান বাছতে গিয়ে অনেক গানের ভিড় থেকে রাখা হল কবীর সুমনের কথায় এবং রূপঙ্করের গলায় এই গানটি। 'এ কেমন কান্না তোমার, আমায় যখন আদর কর'...
আমি শুধু চেয়েছি তোমায়
বাংলা গানের ধারাকে পালটে দিয়েছে ব্যান্ড সংস্কৃতি। আর বাংলা ব্যান্ডের প্রেমের গান বললেই মনে পড়বে এই গান
সুকান্ত
ভালোবাসার পরিণতি, অভিমুখ যেরকমই হোক, শেষ পর্যন্ত অনুভুতিটুকুই মনে থাকে। স্কুল জীবনের প্রেমকে মনে পড়াতে বাধ্য সোমলতার গলায় এই গান। প্রেমের উদযাপন হোক, হোক না হওয়া প্রেমেরও উদযাপন।
চল রাস্তায় সাজি ট্রামলাইন
জেন ওয়াই এর প্রেমের ধরন বদলে যাচ্ছে রোজ রোজ। গত এক দশকে সেই বদলে যাওয়া ধরা পড়েছে বাংলা গানে। শ্রেয়া ঘোষালের গলায় এই গান সেই বদলে যাওয়া প্রেমকেই ধরে রেখেছে কথায় সুরে।
ভালোবাসার দিন ভালো কাটুক। সুরে থাকুন, গানে থাকুন, থাকুন কবিতায়। আর সবচেয়ে বেশি করে থাকুন ভালোবাসায়।