এই পাঁচবছরের শিশু কন্যা ঝড় তুলেছ ইন্সটাগ্রামে কেন জানেন ?

এই ঘন কালো চুলের জন্য ছোট্ট মেয়েটিকে মডেলের তকমাও দিয়েছে অনেকে।  লেখা লেখিও শুরু হয়েছে তাকে ঘিরে।

এই ঘন কালো চুলের জন্য ছোট্ট মেয়েটিকে মডেলের তকমাও দিয়েছে অনেকে।  লেখা লেখিও শুরু হয়েছে তাকে ঘিরে।

author-image
IE Bangla Web Desk
New Update
israeli-kid-long-hair-viral-759

ভাইরাল চেহারা পিছনে রয়েছে ইস্রাইলি সেলিব্রিটি চুল-স্টাইলিস্ট, সাগি দাহারী।

বর্ষায় আপনার তো চুলে পড়ে নাজেহাল অবস্থা। গরম কালে ঘাম, বর্ষাকালে স্য়াত স্যাতে আবহাওয়া, আর শীত কালে খুসকি যার উপদ্রবের ফলাফল চুল পরা, আর এই নিয়ে প্রাণ ওষ্ঠাগত। কিছু সমাধান না পেয়ে অবশেষে ছেড়ে দিয়েছেন আশা ? এদিকে জানেন, চুলের জন্য সেলিব্রিটি তকমা জুটল এক ছোট্ট কন্যা শিশুর।

Advertisment

বয়স পাঁচ। নাম মিয়া আফেলো। ভাবছেন কে এই খুদে? কোনো সেলিব্রিটি নয়। ইজরায়েলের এই শিশু কন্যার মাথাচুল নিয়ে মাথা ব্যাথা নেটিজেনদের। শুধুমাত্র চুলের গোছ, এবং স্টাইলেই আপাতত ইনি সবার প্রিয়।

এই ঘন কালো চুলের জন্য ছোট্ট মেয়েটিকে মডেলের তকমাও দিয়েছে অনেকে।  লেখা লেখিও শুরু হয়েছে তাকে ঘিরে। মিয়া আফেলো স্কুলের গোন্ডিতে ঢুকেছে সবে। এরই মধ্যে লিজেকে লাল কার্পেটে হাঁটার মত করে সাজিয়ে তুলেছে। কটা কটা চোখ, চতুর হাসি, ও রেশমী কালো চুল সব মিলিয়ে ইনস্টাগ্রামে সবার পরিচিত মুখ। যার জেরে ৬৫ হাজার ফলোয়ার্স বানিয়ে ফেলেছে ছোট্ট খুদে।

Advertisment

মূলত চুলের দরুন প্রভাবিত  সোশাল সাইট।  আফেলো এর ভাইরাল চেহারা পিছনে রয়েছে ইস্রাইলি সেলিব্রিটি চুল-স্টাইলিস্ট, সাগি দাহারী। দেশের শীর্ষস্থানীয় মডেল এবং অভিনেতাদের সাথে কাজ করে দাহারী। ওন্ডার ওমেন ছবিতে চুলের স্টাইলে ছিল সাগি দাহারী।

viral