Advertisment

গ্লাভস পরছেন? এই বিষয়ে খুব সাবধান!

 যদি কোথাও হাত দেয়ার প্রয়োজন পড়ে তবে টিস্যু ব্যবহার করুন। আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবেন। এমনকি গ্লাভসের উপর দিয়ে হাত ধোয়াও যাবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহামারি করোনাভাইরাস ঠেকাতে অনেকেই এখন গ্লাভস ব্যবহার করে থাকেন। করোনাভাইরাস প্রথম থাবা বসায় হাতেই। এ কারণে অনেকেই হাত দুটো সুরক্ষিত রাখতে গ্লাভস ব্যবহার করছেন।

Advertisment

তবে জানেন কি? গ্লাভস ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতি মেনে, নইলে রয়েই যাবে সংক্রমণের ঝুঁকি। গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি সেগুলো সম্পর্কে জেনে নিন-

গ্লাভস পরলে আপনার হাতে হয়ত জীবাণু লাগবে না, তবে লেগে থাকবে গ্লাভসের গায়ে। 

 গ্লাভসের সিলিকন, পলিথিন বা রবারের ওপরেই করোনা ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে।

 গ্লাভস পরে থাকাকালীন নাক, মুখ বা শরীরের কোনো স্থানে হাত দেবেন না।

 যদি কোথাও হাত দেয়ার প্রয়োজন পড়ে তবে টিস্যু ব্যবহার করুন। আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবেন। এমনকি গ্লাভসের উপর দিয়ে হাত ধোয়াও যাবে। 

 গ্লাভস খোলারও রয়েছে একটি নির্দিষ্ট পদ্ধতি। দুইটি আঙুল দিয়ে হাতের কবজির সামনে থাকা গ্লাভসের অংশ টেনে সেটি খুলে ফেলুন।

 নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে।

গ্লাভস খোলার পর অবশ্যই হাত ধুয়ে নেবেন।

corona virus
Advertisment