পেটের বাড়তি মেদ নিয়ে চিন্তিত? রইল কয়েকটা সমাধান

পেটের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলা খুব একটা শক্ত ব্যাপার নয়। জেনে রাখা ভাল, মেশিন ব্যবহার করে যাঁরা চর্বি কমাতে চেয়েছেন, তাঁদের অধিকাংশই ব্যর্থ হয়েছেন।

পেটের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলা খুব একটা শক্ত ব্যাপার নয়। জেনে রাখা ভাল, মেশিন ব্যবহার করে যাঁরা চর্বি কমাতে চেয়েছেন, তাঁদের অধিকাংশই ব্যর্থ হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যায়াম, ছুটোছুটি, জিম সব নিয়ম মেনেও মধ্যপ্রদেশের অকাল বৃদ্ধিতে রাতের ঘুম চলে যায় অনেকেরই। ভুঁড়ির সমস্যায় জেরবার নন এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তবে, পেটের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলা খুব একটা শক্ত ব্যাপার নয়। সহজ কয়েকটা জিনিস মাথায় রাখুন, ব্যাস।

Advertisment

শয়ে শয়ে ক্রাঞ্চ আর সিট-আপ করেও লাভ নেই, যতক্ষণ না এর সঙ্গে কার্ডিও করছেন। ক্রাঞ্চে পেশি তৈরি হয় বটে, কিন্তু চর্বি যেমন, তেমনই থেকে যায়। ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, কেবল কার্ডিওর মাধ্যমেই পেটের চর্বি কমতে পারে। তাই দিনে অন্তত আধ ঘন্টা কার্ডিও করার পরে ক্রাঞ্চ বা সিট আপ করলে এক মাসের মধ্যে বদল বুঝতে পারবেন।

আরও পড়ুন, নাক ডাকা মানেই ভালো ঘুম? সত্যিটা জানেন?

পেটের চর্বি কমাতে এখন প্রচুর মেশিন পাওয়া যায়। কিন্তু জেনে রাখা ভাল, মেশিন ব্যবহার করে যাঁরা চর্বি কমাতে চেয়েছেন, তাঁদের অধিকাংশই ব্যর্থ হয়েছেন, যাঁদের চর্বি কিছুটা কমেছিল, তাঁদের ক্ষেত্রে, ওই চর্বি সহজেই ফিরে এসেছে। উল্টোদিকে কার্ডিও আর ক্রাঞ্চ যাঁরা একসঙ্গে করেছেন, তাঁরা বরং এ ব্যাপারে অনেকটাই বেশি সফল।

Advertisment

সহজপাচ্য খাবার পেটের চর্বি কমাতে সাহায্য করে। স্যালাড বা ছোট মাছ খান। জল খান প্রচুর পরিমাণ। বিয়ার খাওয়ার পরিমাণের সঙ্গে পেটের আকৃতির কোনও ভূমিকা না থাকলেও, মনে রাখা ভাল, ধূমপানে পেট ফোলে। এমনকি ভুঁড়ি বাড়তে পারে চিউয়িং গাম চিবোলেও।

পেট খালি রাখবেন না। এতেও পেট ফুলতে পারে। বরং খাদ্য তালিকা থেকে যথা সম্ভব ছেঁটে ফেলুন স্নেহ জাতীয় পদার্থ।