Friendship day 2018 date in India: হাত ভর্তি ফ্রেন্ডশিপ ব্যান্ড, গ্রিটিংস কার্ড, ইনবক্সে উইশ। আগস্টের প্রথম রবিবারের ছবিটা খানিক এমনই। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারই পালিত হয় ফ্রেন্ডশিপ ডে। বিশ্ব বন্ধুত্ব দিবসের প্রস্তাব করেন ডঃ আর্টেমিও ব্র্যাচো, ১৯৫৮ সালের ২০ জুলাই। বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে ঘোষিত হয়।
তবে ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।
When is Happy Friendship day 2018 in India
আরও পড়ুন: আপনি কি নিরামিষ খান? ঠিকঠাক প্রোটিন পাচ্ছেন তো?
এ তো গেল ইতিহাস। তাহলে আগামিকাল আপনার প্রিয় বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ুন কাছের কোনও রেস্তোরাঁয়। কিংবা খুব সকালে প্রিয় উপহার নিয়ে পৌঁছে যান তাঁর বাড়ি। চমকে দিন প্রিয় বন্ধুকে। আর আজ ঘড়ির কাঁটা ১২-র ঘর ছুঁলেই বন্ধুকে পাঠিয়ে দিন অনেক শুভ কামনা। সারা সপ্তাহের ব্যস্ততার মধ্যেও দিনটা কাটান অন্যভাবে। ভাল কাটুক আপনার ফ্রেন্ডশিপ ডে।