Google Pay পেমেন্ট পরিষেবা গোটা পৃথিবীতে দারুণ জনপ্রিয়। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে একটা বড় অংশের বিশ্ববাসীর অন্যতম প্রধান ভরসা এই গুগল পে পেমেন্ট পরিষেবা। তবে গুগল তার এই পেমেন্ট সার্ভিস অ্যাপটি বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করা হয়েছে? তার কারণও বিস্তারিতভাবে জানিয়েছে google।
সংস্থার তরফে জানানো হয়েছে, Google সম্প্রতি ভারতে গুগল ওয়ালেট চালু করেছে। ভারতে যে সমস্ত google গ্রাহকরা রয়েছেন তাঁরা ডিজিটাল ওয়ালেট হিসেবে google ওয়ালেটটি ব্যবহার করতে পারেন। গুগল ওয়ালেট সম্প্রসারণের কারণেই google pay পরিষেবা বন্ধ করে দিয়েছে সংস্থা। গত ৪ জুন থেকে গুগল পে অ্যাপ আমেরিকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আরও কয়েকটি দেশে এই পরিষেবা বন্ধের পরিকল্পনাও রয়েছে সংস্থার।
তবে সংস্থার তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, যে Google Pay পেমেন্ট পরিষেবাটি ভারত এবং সিঙ্গাপুরে আগের মতোই কাজ করবে।
আরও পড়ুন- Air Conditioner: AC নিয়ে সাংঘাতিক আশঙ্কা! সহজ কাজটি করেছেন তো? মুহূর্তের ভুলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে
আরও পড়ুন- Air Conditioners: AC নিয়ে এখনই সতর্ক হোন! বিধ্বংসী বিপদ এড়াতে এই কাজটি আজই করুন
সুতরাং ভারতে Google Pay বা G Pay পেমেন্ট পরিষেবা বন্ধ করার এখনই কোনও পরিকল্পনা নেই সংস্থার। স্পষ্ট করে দেওয়া হয়েছে ভারতে গুগল পে এবং গুগল ওয়ালেট উভয় পরিষেবায় বিভিন্ন উপায়ে কাজ করবে। আর তাই কোটি কোটি ভারতবাসী যাঁরা google পে পরিষেবা ব্যবহার করেন তাঁদের কোনও চিন্তা নেই। আগের মতো এই পরিষেবাটি দুরন্ত গতিতেই চলতে থাকবে।
আরও পড়ুন- How to reduce AC Bill: রাতে ৮, দুপুরে ৫ ঘণ্টা AC চালান, এই কাজটি করলেই অবিশ্বাস্যভাবে কমবে বিদ্যুৎ বিল