এটিএম-এ কার্ড পাঞ্চ করলে টাকা নয়, মিষ্টি বেরোচ্ছে। এমনটা দেখেছেন কখনও? অবাক লাগলেও এমনটাই হচ্ছে পুনে তে। গত সপ্তাহেই গিয়েছে গনেশ চতুর্থী। মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। আর এই উৎসব পালন করতেই এই মেশিন বানিয়েছেন সঞ্জিব কুলকার্নি। এই এটিএম মেশিনটির পুরো নাম এনি টাইম মোদক। মানে যখন তখনই মিলবে মিষ্টি। কোথায় মিলবে এই মেশিন? পুনের সাহাকর নগরে বসানো হয়েছে একটি। আর তাকে নিয়েই হই হই পড়ে গিয়েছে চারিদিকে, কেউ কেউ আবার আরও দাবি জানিয়েছেন, রসমালাই মেশিনের। দেখুন স্যোশাল মিডিয়ায় কেমন প্রভাব ফেলল এই আবিষ্কার।