/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-3-2025-08-25-14-19-36.jpg)
Ganesh Chaturthi 2025: গণেশ পুজোয় ঘর সাজানোর কায়দা দেখে নিন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-1-2025-08-25-14-19-50.jpg)
গণেশ চতুর্থী
Ganesh Chaturthi 2025: ভারতজুড়ে গণেশ চতুর্থী এক অনন্য আনন্দ এবং ভক্তির উৎসব। এই দিনে ভগবান গণেশের মূর্তি ঘরে বা মণ্ডপে রেখে ভক্তরা নানা রকমভাবে সাজিয়ে তোলেন। প্রতিটি ঘর আলাদা থিম, রং, আলো আর ফুলে সাজিয়ে তোলা হয়। কিন্তু, সবার পক্ষে বেশি টাকা খরচ করা সম্ভব না। তাই জেনে নিন ডেকোরেশনের কিছু সহজ, সাশ্রয়ী এবং আকর্ষণীয় আইডিয়া (Ganesh Chaturthi Decoration Ideas), যা দিয়ে আপনি খুব সহজে উৎসবের আবহে অল্প সময়ে নিজের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-2-2025-08-25-14-20-34.jpg)
ফুল দিয়ে সাজানো
ফুল ছাড়া পূজা অসম্পূর্ণ। গণেশ চতুর্থীতে ঘর সাজাতে চাইলে আপনি প্রাকৃতিক বা কৃত্রিম ফুল ব্যবহার করতে পারেন। লাল, হলুদ, সাদা এবং গোলাপি রঙের ফুল এক্ষেত্রে সবচেয়ে ভালো মানায়। ফুলের মালা, ঝাড়, তোরণ এবং লতা ব্যবহার করলে এক্ষেত্রে পরিবেশ অনেক সুন্দর হবে। দূর্বা ঘাস দিয়ে ঘর সাজালে ভগবান গণেশ বিশেষভাবে খুশি হন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-4-2025-08-25-14-21-57.jpg)
আলো এবং আলোকসজ্জা
আলো যে কোনও সাজসজ্জার প্রাণ। রঙিন লাইট, ঝাড়বাতি, ফেয়ারি লাইট ঘরের দেওয়ালে, জানালায় এবং দরজায় ব্যবহার করুন। গণেশ মূর্তির পিছনে ব্যাকড্রপ হিসেবে এলইডি বাতি (LED curtain light) দারুণ দেখাবে। নবরাত্রি বা দীপাবলিতেও এই একই লাইট আবার ব্যবহার করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-5-2025-08-25-14-22-21.jpg)
ঐতিহ্যবাহী সাজ
যদি আপনি পুরনো দিনের আবহ ফিরিয়ে আনতে চান, তবে ঐতিহ্যবাহী সাজসজ্জাই সেরা। সেজন্য তামা ও পিতলের পাত্র, বড় প্রদীপ, কলা পাতা, আলপনা ও ফুলের মালা ব্যবহার করুন। পুরনো কাঠের আসবাব বা প্রাচীন জিনিসপত্র দিয়ে সাজিয়ে তুলুন। মাটির প্রদীপের আলো গোটা পরিবেশকে পবিত্র করে তুলবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-6-2025-08-25-14-22-59.jpg)
থিম-ভিত্তিক সজ্জা
বর্তমান সময়ে থিম-ভিত্তিক সজ্জার চল বেশি। সেকথা মাথায় রেখে জঙ্গল থিম বানাতে সবুজ কাগজ, কৃত্রিম গাছ, পশুপাখির কাটআউট দিয়ে সাজাতে পারেন। কাগজ, কাপড়, বাঁশ, মাটি দিয়ে পরিবেশ বান্ধব থিমে সাজাতে পারেন। মাটি, জল, আগুন, বায়ু, আকাশের প্রতীক দিয়ে পঞ্চতত্ত্ব থিম সাজাতে পারেন। বর্জ্য বা Recycled জিনিস দিয়ে DIY থিম সাজাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে, থিম ডেকোরেশনে খরচ কিছুটা বেশি হতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-7-2025-08-25-14-29-47.jpg)
কম খরচে সৃজনশীল সজ্জা
যদি বাজেট কম থাকে, তবে সাজানোর জন্য ঘরোয়া আইডিয়া কাজে লাগান। রঙিন কাগজ দিয়ে বানানো তোড়ণ ও ফুল এজন্য ব্যবহার করুন। পাশাপাশি পেপার লণ্ঠন, কাপড় দিয়ে ব্যাকড্রপ তৈরি আর পুরোনো বোতল বা জারের ভিতরে আলো বসিয়ে রাখা এই সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করে ফুটিয়ে তুলবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-8-2025-08-25-14-33-27.jpg)
পরিবেশ-বান্ধব ডেকোরেশন
গণেশ চতুর্থীতে প্লাস্টিক বা নন-বায়োডিগ্রেডেবল জিনিস ব্যবহার না করেও পরিবেশ বান্ধব উপায়ে ঘর সাজানো যায়। যেমন- মাটির মূর্তি, বাঁশ, কাপড়, কাগজ ও ফুল ব্যবহার, প্রাকৃতিক রঙে আলপনা এই পরিবেশ বান্ধব ডেকোরেশনের পরিচয় হয়ে উঠতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-9-2025-08-25-14-33-53.jpg)
আনন্দ, ভক্তি এবং মিলনের এক বিশেষ উপলক্ষ
বর্তমান সময়ে গণেশ চতুর্থী শুধু আর ধর্মীয় উৎসব নয়। এটি এখন আনন্দ, ভক্তি এবং মিলনের এক বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে। সেজন্যই গণেশ চতুর্থীতে ঘর সাজানোও এখন ভক্তদের অন্যতম চাহিদা। এক্ষেত্রে সঠিক পরিকল্পনা করলে খুব সহজেই, কম খরচে এবং আকর্ষণীয়ভাবে তাই এই উৎসবে ঘর সাজানো সম্ভব। তাই এবছর চেষ্টা করুন নতুন কিছু আইডিয়া ব্যবহার করে নিজের ঘরকে সুন্দর করে তুলতে।