গরমের ট্রেন্ডিং পোশাক, সাদা ঢিলে ঢালা শার্ট। আপনার ওয়ার্ডরোপে সামার কালেকশনে কি সাদা শার্ট আছে ! যদি না থাকে গরম থাকতেই কিনে ফেলুন, কারণ ওয়েস্টার্ন সামার ট্রেন্ডে সাদা পোশাক আপনাকে সেরা লুক দিতে পারে।
যে কোনো রঙের সঙ্গে পরতে পারবেন সাদা শার্ট। বলিউডের একাধিক সেলিব্রিটিরা সাদা রঙকে পোশাকের আদর্শ রঙ হিসাবে নির্বাচন করে থাকেন। যা দেখলে আপনি আপনার ফ্যাশন ট্রেন্ডকে আপডেট করতে পারবেন।
‘আয়েসা অ্যাকসেসারিজ’ এর প্রতিষ্ঠাতা জ্যাকলিন কাপুর বলেন, ” আপনার কাছে যদি একটি সাদা শার্ট থাকে তাহলে আপনি সেই শার্ট অফিসের গুরুত্বপূর্ণ দিনে হোক বা সমুদ্রের ধারে বন্ধুদের সঙ্গে, বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারবেন । ”
নিশ্চই ভাবছেন, এমনটা কী করে সম্ভব ? রইল বলিউড ক্যাটালগ থেকে কিছু স্টাইলিং টুইস্ট টিপস।
অফিস পোশাক
সম্পূর্ণ ফরমাল পোশাক এখন কর্পোরেট সেক্টরেও ব্যাকডেটেড। বসের বা বাকি টিম মেম্বরের নজর কাড়তে আপনার ফরমাল লুকে নিয়ে আসুন সামান্য টুইস্ট। জিনস্ বা ব্ল্যাক ট্রাউজারের সঙ্গে পড়ুন সাদা শার্ট। এর ওপরেও এক্সপেরিমেন্ট করতে চান ? তাহলে টপ টু বটম সাদা পোশাক পড়ুন, সঙ্গে ব্ল্যাক দুল , ব্যাগ ও গোল্ডেন রিস্টলেট পড়ুন।
ভ্যাকেশন লুক
যদি কোনো পার্টিতে যেতে চান তাহলে সাদা শার্টের সঙ্গে পরে নিন স্কিনি শর্ট স্কার্ট বা লং স্কার্ট। সঙ্গে বোল্ড ডিপ রঙের লিপস্টিক।