Face Pack: ঘুমাতে যাওয়ার আগে এটি দিয়ে ধুয়ে ফেলুন মুখ, মাত্র একবারেই টের পাবেন বিরাট পার্থক্য!

Glow Instantly: ঘুমাতে যাওয়ার আগে মাত্র একবার এই প্রাকৃতিক ফেস স্ক্রাবটি ব্যবহার করুন আর দেখুন ত্বকের আশ্চর্য পরিবর্তন। কীভাবে আপনার ত্বক উজ্জ্বল ও ব্রণমুক্ত থাকবে জেনে নিন।

Glow Instantly: ঘুমাতে যাওয়ার আগে মাত্র একবার এই প্রাকৃতিক ফেস স্ক্রাবটি ব্যবহার করুন আর দেখুন ত্বকের আশ্চর্য পরিবর্তন। কীভাবে আপনার ত্বক উজ্জ্বল ও ব্রণমুক্ত থাকবে জেনে নিন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Face Pack: এই ফেসপ্যাক ব্যবহারে রাতারাতি বাড়ে উজ্জ্বলতা।

Face Pack: এই ফেসপ্যাক ব্যবহারে রাতারাতি বাড়ে উজ্জ্বলতা।

Face Pack Remedy: দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যদি মনে হয় ত্বক নিস্তেজ এবং ক্লান্ত লাগছে, তাহলে আজ থেকেই শুরু করুন এক সহজ ঘরোয়া পদ্ধতির ব্যবহার। একবারেই বুঝতে পারবেন নিজেকে ঠিক কতটা চনমনে লাগছে।

Advertisment

এই ঘরোয়া মিশ্রণটি ত্বক পরিষ্কার করা থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দারুণ কার্যকর। সবচেয়ে বড় সুবিধা হল— এটি সম্পূর্ণ ভেষজ। এতে কোনও রাসায়নিক উপাদান নেই। এই আয়ুর্বেদিক ফেসস্ক্রাব তৈরি হয়েছে চালের গুঁড়ো, মধু এবং লেবুর রস দিয়ে। 

কেন এই ফেস স্ক্রাব ব্যবহার করবেন 

সারাদিন ধুলো-ময়লা, দূষণ ও সূর্যের তাপে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারায়। এই অবস্থায় ব্যয়বহুল রাসায়নিক ট্রিটমেন্টের দরকার নেই, বরং রান্নাঘরেই পাওয়া উপাদান দিয়ে আপনি পেতে পারেন উজ্জ্বল ত্বক। অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রণ বা দাগের সমস্যা দেখা দেয়। সময়মতো যত্ন না নিলে তা স্থায়ী হয়ে যায়। এই স্ক্রাবটি সেই সমস্যা কমাতে সাহায্য করে, ত্বককে করে তোলে পরিষ্কার, সতেজ আর কোমল।

Advertisment

আরও পড়ুন- রান্নার আগে ডিম ধোয়া কেন জরুরি? জানুন, ডাক্তার কী বলছেন

এই স্ক্রাব তৈরি করতে কী লাগবে?

এই স্ক্রাব তৈরি করতে লাগবে ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, সামান্য গোলাপ জল বা সাধারণ জল। 

আরও পড়ুন- গন্ধরাজে মাখা মালাই চিংড়ির অসাধারণ ঘরোয়া রেসিপি, মন ভরাবে সকলের

কীভাবে তৈরি করবেন এই স্ক্রাব?

একটি পাত্রে চালের গুঁড়ো, মধু আর লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে সামান্য গোলাপ জল তাতে যোগ করুন। এবার মুখ ভালো করে পরিষ্কার করে নিন এবং স্ক্রাবটি লাগিয়ে আলতো করে মুখে ১–২ মিনিট ম্যাসাজ করুন। ৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন এবং মুখে ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে ২–৩ বার এটি করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং মসৃণতা ফিরে আসবে।

আরও পড়ুন- রং না করেও সহজেই কালো করতে পারেন চুল, জেনে নিন গোপন ঘরোয়া কায়দা

প্রাকৃতিক স্ক্রাব হিসেবে চালের গুঁড়ো ত্বকের মৃত কোষ এবং ময়লা দূর করবে। ত্বককে করে তুলবে মসৃণ এবং উজ্জ্বল। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, যা ব্রণ প্রতিরোধে সাহায্য করবে। লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ। তা ত্বকের পিগমেন্টেশন কমায় এবং দাগ হালকা করে। গোলাপ জল ত্বকের শুষ্কতা রোধ করবে এবং ত্বকে প্রাকৃতিক ফ্রেশনেস বজায় রাখবে।  

আরও পড়ুন-মানবতার সেবক! দানবীর চিত্তরঞ্জন দাশের জন্মদিনে জানুন অজানা দেশবন্ধুকে

 মুখে লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন। লেবু কিছু ক্ষেত্রে ত্বকে জ্বালাভাব সৃষ্টি করতে পারে, তাই সংবেদনশীল ত্বকে এই ফেসপ্যাক কম ব্যবহার করুন। মনে রাখবেন এটি কোনও চিকিৎসা নয়, শুধুমাত্র আয়ুর্বেদিক কায়দায় ত্বকের যত্নের একটি পদ্ধতি মাত্র।

সতর্কতা
ওপরের তথ্য শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কোনও ধরনের স্বাস্থ্য সমস্যা বা ত্বকের অ্যালার্জির ক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

Face Pack remedy