Advertisment

কাইফি আজমীর ১০১ তম জন্মজয়ন্তীতে গুগল ডুডলের শ্রদ্ধার্ঘ্য

কাইফি রচিত কাব্য সংকলনগুলোর মধ্যে 'আখির-ই-শব', 'সারমায়া', 'আওয়ারা সাজদে', 'কাইফিয়াত', 'নাই গুলিস্তান', 'মেরি আওয়াজ শুনো'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Kaifi Azmi Google Doodle:

Advertisment

১৪ জানুয়ারি প্রখ্যাত ভারতীয় কবি, সংগীতকার, সমাজকর্মী কাইফি আজমীর ১০১ তম জন্মদিন। সেই উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানাল গুগল ডুডল।

উত্তরপ্রদেশের আজমার্গ জেলায় ১৯১৯ সালে জন্ম কাইফির। জন্মের সময় নাম দেওয়া হয় সৈয়দ আথার হুসেইন রিজভি। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন দ্বারা খুবই অনুপ্রাণিত হয়েছিলেন। ১৯৪৩ সালে কাইফির প্রথম কবিতা সংগ্রহ ঝঙ্কার প্রকাশিত হয়।

কাইফি রচিত কাব্য সংকলনগুলোর মধ্যে 'আখির-ই-শব', 'সারমায়া', 'আওয়ারা সাজদে', 'কাইফিয়াত', 'নাই গুলিস্তান', 'মেরি আওয়াজ শুনো'। তাঁর কবিতাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল 'অওরত', 'মাকান', 'দাইরা', 'সানপ', 'বহুরুপ্নি'।

" width="560" height="315" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

চলচ্চিত্র জগতে আজমীর প্রবেশ শাহীর লুধিয়ানভি, জন নিসার আখতার, মজ্রুহ সুলতানপুরীর সঙ্গেই। 'গরম হাওয়া', 'মন্থন', হীর-রাঞ্ঝা', 'কাগজকে ফুল' ছবিতে কাইফি আজমীর কাজ দর্শকদের মুগ্ধ করেছে।

বিংশ শতাব্দীর কবিদের মধ্যে কাইফি আজমী একটি প্রথম সারির নাম। সাহিত্যে তাঁর অবদানের জন্য আজমী পদ্মশ্রী এবং সাহিত্য একাডেমি পুরস্কার পান।

Advertisment