Google: আর মাত্র ক'দিন, প্লে স্টোরে বিশাল বদল আনছে Google, না জানলে পস্তাতে হবে!

Google-Play Store: গ্রাহকদের স্বার্থে এর আগেও একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে গুগলকে। এবার গ্রাহকদের সুরক্ষার স্বার্থেই আরও এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে গুগল। বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল। ঝটপট এই প্রতিবেদনটি পড়ে আগেভাগে সেই তথ্য জেনে নিন।

Google-Play Store: গ্রাহকদের স্বার্থে এর আগেও একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে গুগলকে। এবার গ্রাহকদের সুরক্ষার স্বার্থেই আরও এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে গুগল। বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল। ঝটপট এই প্রতিবেদনটি পড়ে আগেভাগে সেই তথ্য জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
google play store will change from 1 september, গুগল, প্লে স্টোর

Google-Play Store: গুগল প্লে স্টোরে আসছে বড় বদল!

Google: গুগল প্লে স্টোরে শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে। ১ সেপ্টেম্বর থেকে গুগল প্লে স্টোর থেকে হাজার হাজার অ্যাপ মিসিং হতে পারে, যার প্রভাব বিশ্বজুড়ে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর উপর পড়তে পারে। গুগল এই সিদ্ধান্তটি নতুন গুণগত নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে নিয়েছে। প্রযুক্তি সংস্থাটি বলছে যে ম্যালওয়্যারযুক্ত এবং তৃতীয় পক্ষের অ্যাপগুলির জন্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যাতে APK তৃতীয় পক্ষের স্টোরে আপলোড করা না যায়। এটি গুগলের মার্কেটিং এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার দিকে ইতিমধ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ঠিক কী কারণে এই সিদ্ধান্ত?

Advertisment

বস্তুত, গুগল একটি ক্রিপ্টো অ্যাপের কারণে এই বড় সিদ্ধান্ত নিয়েছে। যেখানে একজন মহিলা দাবি করেছেন যে তিনি প্লে স্টোর থেকে একটি ক্রিপ্টো অ্যাপ ডাউনলোড করেছিলেন, যার পর প্রতারকরা তার সঙ্গে প্রতারণা করেছে। গুগল এর পর তাদের প্লে স্টোরের নিয়মগুলিতে বড় পরিবর্তন আনার ঘোষণা করেছে। এখন প্লে স্টোরের যে কোনও অ্যাপের APK কে কোনো তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরে আপলোড করার উপর নিষেধাজ্ঞা থাকবে।

এর আগেও প্লে স্টোর ঘিরে প্রশ্ন উঠেছে

তবে, এই প্রথম ঘটনা নয় যখন গুগলের প্লে স্টোর নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে মেটা সহ অনেক প্রযুক্তি সংস্থা এবং সিকিউরিটি এজেন্সি অ্যান্ড্রয়েডের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। সময়ে সময়ে গুগল প্লে স্টোর থেকে অনেক বিপজ্জনক অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে, যাতে ম্যালওয়্যার পাওয়া গেছে। প্লে স্টোরে উপলব্ধ অনেক অ্যাপের মাধ্যমে হ্যাকারেরা ডেটা মাইনিং করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণা চালিয়েছে।

Advertisment

আরও পড়ুন- BSNL: ভাবতেই পারবেন না! মারকাটারি প্ল্যান BSNL-এর! এবার বছরভর নিখরচায় অফুরন্ত কথা

আরও পড়ুন- Electricity Bill: হঠাৎ বাড়ির বিদ্যুতের বিল আকাশছোঁয়া? দুচিন্তা ছাড়ুন! সহজ এই কাজেই পান স্বস্তি

এখন গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা বিবেচনা করে প্লে স্টোরে এই বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। গুগলের এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে পৌঁছাবে না।

আরও পড়ুন- UPI Account: চুরি যাওয়া মোবাইলেই UPI অ্যাকাউন্ট? ব্লক করবেন কীভাবে? জানুন সহজ উপায়!

Playstore Rules google play store