Advertisment

মাটিতে খালি পায়ে হাঁটার গুরুত্ব জানেন? শরীর সুস্থ রাখবে

ঘাসে পা রাখলে আরাম পাবে্‌ন, মনও ভালও থাকবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
NULL

প্রতীকী ছবি

সারাদিনের ব্যস্ত সময়ের পর আর একেবারেই নিজের জন্য সময় বের করা সম্ভব হয় না। একইভাবে নিজেকে পৃথিবীর কাছে সঁপে দেওয়ার কথা ধরা ছোঁয়ার বাইরে। দু-দণ্ড সময় নেই মাটির সঙ্গে পা মিলিয়ে হাঁটার। কিন্তু আপনি কী জানেন ঘাসের ওপর অথবা মাটিতে খালি পায়ে হাঁটার অভ্যাস শরীরের পক্ষে ভীষণ ভালও।

Advertisment

কথায় বলে, মানুষ এই মাটিতেই তৈরি। কিন্তু এর সঙ্গেই সম্পর্ক একটু গোলমেলে। খালি পায়ে ঘাসের ওপর হাঁটা কিংবা মাঠে হাঁটার অভ্যাস কিন্তু বেজায় ভাল। এতে শরীরের সচল ক্ষমতা ক্রমশই বাড়তে পারে এবং মানসিক উৎফুল্লতা সক্রিয় হয়। বিশেষজ্ঞ টিম গ্রে বলছেন, মানুষ মনে করেন এটি কোনওভাবে কাজ দেয় না। তবে এটি আপনাকে কতদিক থেকে সুস্থ রাখতে পারে আপনি নিজেও জানেন না। 

মাটিতে পা রাখলে, পায়ের নিচের ঘাম গ্রন্থি এবং পৃথিবী তলের ইলেকট্রন আপনার শরীরে কাজ করার ক্ষমতা আরও বাড়ায়। তার সঙ্গেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজও করে। যেমন :

  • আপনার শরীরের অতিরিক্ত প্রদাহ কম করতে সাহায্য করে। শরীরের অত্যধিক তাপ পায়ের সঙ্গেই ঘাম হিসেবে বেরিয়ে যায়। 
  • রাত্রিবেলা ঘুম ভাল আসে। অল্প সময়েই নিদ্রায় মগ্ন থাকার সুবিধা পাবেন। 
  • যেকোনও রকম ব্যাথা বেদনা, পেশীতে সংকোচন এবং গাঁটে ব্যাথা থেকে রেহাই মিলবে। বিশেষ করে শীতকালে ভোরবেলা শিশির ভেজা মাঠে হাঁটলে খুব ভাল। 
  • উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই অভ্যাস ভুল করেও এড়িয়ে গেলে চলবে না। একটু সময় বের করুন। এটি ব্লাড প্রেসারে খুব কার্যকরী। 
  • উদ্বেগ দূর করে। মন বিচলিত থাকলে সহজেই শান্ত হবে, স্ট্রেস কমবে এবং মানসিক ভাবে অনেক শক্ত থাকবেন। 
  • মন খারাপ? একটু বাইরে গিয়ে মাঠে কিংবা রাস্তায় খালি পায়ে হেঁটে আসুন। এমনিই মন ভাল হবে। সঙ্গেই ঘাস হলে আর কোনও কথা নেই। 
  • রক্ত সঞ্চালন সঠিক থাকে। খালি পায়ের সঙ্গে ভূতলের এই সংযোগ শরীরে রক্ত কোষগুলিকে জাগিয়ে তোলে এবং সুস্থ রাখে। 

একটু সময় কিন্তু অবশ্যই বের করা যায়। অন্তত ৫ মিনিট নিশ্চই!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

health Earth health benefits walking grass
Advertisment