scorecardresearch

অকালে টাক পড়ে যাচ্ছে! কেন জানেন?

ভয় নেই, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন

অকালে টাক পড়ে যাচ্ছে! কেন জানেন?
প্রতীকী ছবি

চুল ওঠার সমস্যা এখন কার নেই? পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেই কিন্তু এই সমস্যায় ভোগেন। নয়তো জলের সমস্যা, নয়তো কোনও শারীরিক সমস্যা নয়তো বা কোনও ভুল প্রোডাক্ট ব্যবহারের সমস্যা। আবার চিকিৎসকরা বলছেন অন্য এক তথ্য! তাদের মত চারিপাশের দূষণ, এবং মানুষের জীবনযাত্রা এর জন্য দায়ী। 

চুল পড়া কিংবা টাক পরে যাওয়া কিন্তু বয়েসের সঙ্গে ঘটা এক স্বাভাবিক বিষয়। বয়স বাড়লে চুল পড়ার সম্ভাবনা বাড়ে, মানুষের টাক পড়তে পারে কিন্তু দেখা যায়, অল্প বয়সীদের মধ্যে এই সম্ভাবনা একটু বেশি! চিকিৎসক বি এল জঙ্গিদ বলছেন, অনেক সময় অনিয়মিত জীবনযাত্রা, অত্যধিক স্ট্রেস এমনকি পারিবারিক সূত্রেও মানুষ এই জাতীয় সমস্যায় ভুগতে পারেন। এবং সেই সঙ্গেই মানুষ মানসিক ভাবে ভেঙে পড়তে থাকেন। চিরুনি, তোয়ালে সর্বত্রই যদি কেউ গোছা গোছা চুল দেখে সেই সময়ে নিজেকে সামলানো একটু কষ্টকর! 

তাহলে এর থেকে উপায় কী? 

চিকিৎসকরা বলেন টাক পড়া নিয়ে কোনও রকম ট্রিটমেন্ট করতে গেলে আগে তার কারণ জানা খুব দরকারী। সব সমস্যার সমাধান একভাবে হয় না। সকলের চুলের ধরন কিংবা শারীরিক ধরন সমান হয়না। 

চিকিৎসক জঙ্গিদ আরও জানাচ্ছেন, বেশিরভাগ মহিলাদের মধ্যে এইধরনের সমস্যা দেখা যায় মেনোপজের পর। যদিও সম্পূর্ণ চুল উঠে যায়না! বরং এর গোছ কমে যায়, চুলের ধরন নষ্ট হয়ে যায়।

কী কী ধরনের টাক পড়ার লক্ষণ দেখা যায়? 

সিকেট্রিশিয়াল অ্যালোপশিয়া : এই ধরনের টাক পড়ার সম্ভাবনা তাদেরই থাকে যারা নানান ধরনের ট্রমা, কিংবা পুড়ে যাওয়া, ইনফেকশন এসবের সম্মুখীন হন। সঙ্গেই স্কিনে অথবা মাথার ত্বকে ছোপ ছোপ সৃষ্ট হয়। 

নন সিকেট্রিশিয়াল অ্যালোপশিয়া : এতে স্কিনে দাগ কিংবা ছোপ সৃষ্টি হয়না। এবং এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। তবে পুরুষ এবং নারী দুজনের মধ্যে সমস্যা কিন্তু একেবারেই আলাদা। কীরকম? 

পুরুষদের মধ্যে টাক পড়ার যেসকল ধরন দেখা যায় : 

  • অ্যালোপশিয়া আরিয়াতা : নির্দিষ্ট একটি জায়গায় গোল হয়ে টাক পড়ার লক্ষণ 
  • ট্র্যাকশন অ্যালোপশিয়া : খুব টেনে চুল বেঁধে রাখলে কিন্তু চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। 
  • তিনে ক্যাপিটিস : এটি চুলের একটি ফাংগাল ইনফেকশন 

মহিলাদের মধ্যে যেগুলি দেখা যায় : 

  • এন্ড্রোজনেটিক অ্যালোপশিয়া : সমগ্র চুলেই দেখা যায় সমস্যা, গোছা গোছা চুল পড়ে। 
  • টেলোগেন এফলুভিয়াম : সন্তান জন্মের পর মহিলাদের এই ধরনের সমস্যা দেখা যায়। স্ট্রেস এবং ইনফেকশন থেকেও দেখা যায়। 
  • আনাযেন এফলুভিয়াম : কেমোথেরাপির কারণে এটি দেখা যায়। 
  • অ্যালোপশিয়া আরিয়েতা : শরীরে অতিরিক্ত প্রদাহ দেখা দিলে সেই থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। 
  • এছাড়াও অন্যান্য সমস্যার মধ্যে ডায়েটের গোলমাল, উদ্বেগ, পিসিওএস, শরীর খারাপ থেকেও কিন্তু টাক পড়ার এই সমস্যা দেখা দিয়ে থাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Hair baldness can cause by so many things here what you should know