হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই পুজো। প্রায় সবাই নিজেকে সাজাতে কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে। ফেসিয়াল থেকে হেয়ার কালার, চেক লিস্ট মিলিয়ে নেওয়া মোক্ষম সময় এটাই। তাই এই বেলা আপনার জন্য রইল কিছু টিপস। ভাবছেন চুলে কালার করবেন? তাহলে অবশ্যই মাথায় রাখুন এই দিকগুলো।
প্রথমে ঠিক করুন আপনি ঠিক কী চাইছেন। অনেকেই পার্লারে গিয়ে ঠিক করে উঠতে পারেন না তিনি ঠিক কী ধরণের হেয়ার কালার করাতে চাইছেন, এদিকে বুঝিয়ে বলতে না পারার কারণএ আপনার পছন্দসই রঙটাও পাননা আপনি। সব মিলিয়ে যাকে বলে ঘেঁটে ঘ। কাজেই আগে ঠিক করে নিন আপনি কোনটা চাইছেন সেই মতোই নির্দেশ দিন আপনার স্টাইলিস্টকে।
আরও পড়ুন: আজ থেকেই খান হোয়াইট টী, ফল মিলবে হাতে নাতে
চুলে কালার দেওয়ার আগে পার্লার বা কোনও বিউটিশিয়ানের থেকে পরামর্শ নিন। আপনার চুল অনুযায়ী কোন রঙ মাননাসই বা হেয়ার কালারের আগে এবং পড়ে কী কী করতে হবে বা আপনার চুলের ঘনত্ব, রঙ অনুযায়ী আদৌ কোনও রঙ ভাল লাগবে কীনা তা নিয়ে পরামর্শ করে নিন। প্রফেশনাল কাউকে না পেলে নিদেন পক্ষে ধারণা রয়েছে এণন কারও সঙ্গে কথা বলে নিন।
হেয়ার হাইড্রেটিং হেয়ার মাস্ক অবশ্যই ব্যবহার করুন। এই সময় চুল ড্রাই হয়ে যেতে পারে কাজেই হেয়ার হাইড্রেটিং হেয়ার মাস্ক অবশ্যই ব্যবহার করুন চুলের স্বাস্থ্যর কথা ভেবে। ভাল পার্লারেই একটু বেশি টাকা খরচ করে চুলের রঙ করান এতে আপনিই উপকৃত হবেন। যেকোনও জায়গার ঝুঁকি না নেওয়াই ভাল।
হেয়ার কালার করার পরবর্তী পর্যায়ে বেশ কিছু করণীয় থাকে সেগুলোর জন্য তৈরি থাকুন। কালার করে নিলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ নয়। এরপরও নানান রকম শ্যাম্পু বা স্পা করানোর প্রয়োজন থাকে। তাই আপনার স্টাইলিস্টের থেকে কী শ্যাম্পু বা কী তেল ব্যবহার করবেন এই গোটা ব্যাপারটাই জেনে নিন।
এমন রঙ বাছুন যেটা আপনার চুল এবং গায়ের রঙের সঙ্গে মাননানসই হয়। মাথায় রাখবেন জোড় করে যেকোনও সাজই কিন্তু বেমানান, তাই আপনার গায়ের রঙ অনুযায়ী কোন রঙ যাবে সেটা সময় নিয়ে, এবং বিষেশজ্ঞের পরামর্শ নিয়ে তবেই করুন। চ্যালেঞ্জিং হেয়ার কালার ঠিক মতো ক্যারি না করতে পারলে কিন্তু পুজোর পুরো সাজটাই মাঠে মারা যাবে।