New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/halloween-make-up-759.jpg)
Halloween 2018 Date and Costume Idea
Halloween 2018 Costume Idea:
Advertisment
ধুস; খাস কলকাতায় আবার হ্যালোউইন পার্টি হয় নাকি! যে সাজবো! যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন , বাইরে দেশে থাকেন ও ভুতের পার্টি তাদের জন্য। একেবারেই ভুল। আগামীকাল পার্ক হোটেলে সন্ধে সাতটা থেকে শুরু হবে ভুতেদের উপদ্রব, একই সঙ্গে ৭ নভেম্বর রয়েছে ইলিউশন হোটেলে, ২ নভেম্বর Learning Impulse সহ বিভিন্ন জায়গায়। একটু ফেসবুক বা বুক মাই শো ঘাঁটলেই দেখতে পাবেন কোথায় কোথায় কবে রয়েছে হ্যালোউইন পার্টি। এছাড়া বন্ধুরা মিলে বাড়িতেও হ্যালোউইন পার্টি করতে পারেন। এখন প্রশ্ন সাজবেন কী? কী ভাবেই বা সাজবেন? চারটি কালি ঝুলি মাখলেই কি ভুত ভুত দেখাবে আপনাকে? আপনার জন্য রইল সাজার কিছু উপায়। ভয় দেখাতে তো হবেই পাশাপাশি আর পাঁচ জনের থেকে আলাদাও হতে হবে। রইল উপায়।
Advertisment
Read the full story in English