Advertisment

Happy Bhai Dooj 2024: ভাই-বোনের মধ্যে ভালবাসার বন্ধন আরও দৃঢ় হোক, ভাইফোঁটার শুভেচ্ছা পাঠান দূরে থাকা কাছের মানুষকে

Happy Bhai Dooj 2024: ভাইয়ের মঙ্গল কামনায় এ দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে। দাদা এ বছর ছুটি পায়নি ভাইফোঁটায়, তাই মন খারাপ বোনের! এমন বোনের তালিকায় যদি আপনারও নাম থাকে তবে কুছ পরোয়া নেহি! এক ক্লিকেই দাদা বা ভাইকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন এবছর।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
Happy Bhai Dooj 2024

ভাইফোঁটায় দাদা বা বোনকে পাঠান শুভেচ্ছা বার্তা

Happy Bhai Dooj 2024: সেই যে এক মাস আগে শুরু হয়েছিল উৎসবের মেজাজ, এবার তা শেষ হয়ে আসার পালা। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এক এক করে কেটে গেল সব। দীপাবলি শেষে এবার শুধু ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার। তিথি অনুযায়ী আজ রবিবার ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা হয়ে থাকে।

Advertisment

দেশের বহু অঞ্চলে এই উৎসব 'ভাইদুজ' নামেও পরিচিত।  নেপাল এবং দার্জিলিং - এ এই উৎসবের নাম 'ভাইটিকা'। ভাইফোঁটা নিয়ে একাধিক মত প্রচলিত রয়েছে। সবচেয়ে প্রচলিত মতটি হল, মৃত্যুর দেবতা যম এদিন ফোঁটা নিয়েছিলেন বোন যমুনার থেকে। এ ছাড়াও শোনা যায়, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। ওপার বাংলার একাংশের মধ্যে প্রতিপদ, অর্থাৎ অমাবস্যার পরের দিন ভাইফোঁটা পালনের রীতি চালু রয়েছে।

ভাইয়ের মঙ্গল কামনায় এ দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে। দাদা এ বছর ছুটি পায়নি ভাইফোঁটায়, তাই মন খারাপ বোনের! এমন বোনের তালিকায় যদি আপনারও নাম থাকে তবে কুছ পরোয়া নেহি! এক ক্লিকেই দাদা বা ভাইকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন এবছর। টেকনোলজির দৌলতে এখন তো গোটা পৃথিবীই হাতের মুঠোয়। তাই সক্কাল সক্কাল সেরে ফেলুন উইশ পর্ব। ভিডিও কলেও সারতে পারেন ভাইফোঁটা। বা স্যোশাল সাইটেই।

দীপাবলির খুশিতে সম্পর্কে 'প্রাণ' ফেরান, ভুলে যান পুরনো সব দ্বন্ধ! মেনে চলুন এই টিপসগুলি

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা/ -এই মন্ত্র পড়ে ভাইয়ের মঙ্গল কামনা করার রীতি চলে আসছে বহুকাল আগে থেকেই। আধুনিক সময়ে যদিও মঙ্গল কামনার পাশাপাশি বোন এবং দিদিরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে দাদা অথবা ভাইদের থেকে একেবারে ইউনিক উপহার পাওয়ার আশায়।

ভাইফোঁটায় দাদা বা বোনকে পাঠান শুভেচ্ছা বার্তা-

  • ভাই ফোঁটার শুভ মুহূর্তে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমাকে এমন একজন সুন্দর মনের ভাই 'উপহার' দেওয়ার জন্য। সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্যে ভরে উঠুক তোমার জীবন!
  • আজকের ভাইফোঁটার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে ভালবাসা এবং বন্ধন আরও মজবুত হয়ে ওঠে। ভাইফোঁটায় ভালবাসা, আশীর্বাদ এবং সুখ সম্পদে ভরে উঠুক জীবন। 
  • এই ভাই ফোঁটা  তোমার আপনার জীবনে অনেক সাফল্য এবং সুখ বয়ে আনুক। চিরকাল হাসি-খুশিতে এভাবেই থেকো।  
  • এই ভাই ফোঁটায় ভাই-বোনের মধ্যে ভালবাসার বন্ধন শক্তিশালী হোক এবং আমার ছোট ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা, আশীর্বাদ ও ভালবাসা। 
  • মিষ্টি বোনকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ ভাইফোঁটা।
  • আমি দূরে থেকেও সব সময় তোমায় রক্ষা করতে বদ্ধপরিকর। আজকের এই শুভক্ষণে প্রিয় বোনকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। 
  • ভাই বোনের বন্ধন সবচেয়ে পবিত্র উৎসব। এই ভাই ফোঁটায় আমার ভালবাসা এবং শুভেচ্ছ। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া ২০২৪!
Bhai Dooj Bhai phota
Advertisment