New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/chocolate-day-feature-images-min.jpg)
মুখ মিষ্টি দিয়ে প্রেমের শুরুটা মন্দ নয়। Source: Designed by Gargi Singh
Happy Chocolate Day Wishes, Messages, Quotes and Images: রাগ করলে মানভঞ্জনে চকোলেট, রাগ না করলে প্রেমে জোয়ার আনতে চকোলেট। মান-অভিমানের মোক্ষম ডোজ।
মুখ মিষ্টি দিয়ে প্রেমের শুরুটা মন্দ নয়। Source: Designed by Gargi Singh
Happy Chocolate Day Wishes Messages and Quotes: গতকালই কী প্রপোজ করেছেন? প্রথমেই যদি কাটিয়ে দিয়ে থাকে তাহলে আর আপনার এ প্রতিবেদন পড়ে লাভ নেই। যদি উত্তরটা ইতিবাচক হয় তাহলে বাকি দিনগুলো বিশেষ করে তুলতে তো হবেই। এই কর্তব্যের প্রথম সারিতেই চলে এসেছে চকোলেট ডে। মিষ্টি মুখ করে প্রেমের যাত্রা শুরু করাটাই মঙ্গলের। জানি জানি! বলবেন এতে আবার দেখার কী আছে চকোলেট তো সারাবছর দিতে হবে। রাগ করলে মানভঞ্জনে চকোলেট, রাগ না করলে প্রেমে জোয়ার আনতে চকোলেট। মান-অভিমানের মোক্ষম ডোজ।
কিন্তু ভ্যালেন্টাইন ডের আগের চকোলেট ডে রাখা হয়েছে মানে এর বিশেষ কোনও গুরুত্ব তো রয়েছে। দূরে রয়েছে প্রেমের মানুষ, সুতরাং অনলাইনে চকোলেট পাঠানো অব্যর্থ ওষুধের মতো কাজ করতে পারে। আর যদি সেই মানুষটি আচমকাই উপহারটি পায় তাহলে বিশ্বাস করুন আপনি ঠিক ট্র্যাকে রয়েছেন। এবার মুশকিল সঙ্গে খানিকটা কাব্যও তো করতে হবে। আরে বাবা প্রেমের ভাব বোঝাতে হবে না। কী লিখবেন ভেবে পাচ্ছেন না? কিংবা ভাবলেন মন খুঁত খুঁত করছে, তাহলে একবারটি চোখ বুলিয়েই নিন।
Read the full story in English