Advertisment

Happy Father’s Day 2019: ছবি ও এসএমএসের ভাষায় মনের কথা জানান বাবাকে

আমার সকল কান্নার মাঝে..আমার সকল বায়নার মাঝে.. আমার সাথে থাকার জন্যে থ্যান্ক ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে...

author-image
IE Bangla Web Desk
New Update
Happy Father’s Day 2019: ছবি ও এসএমএসের ভাষায় মনের কথা জানান বাবাকে

সন্তানের ওপর বাবার দায়িত্ব, কর্তব্য, অধিকার, ভালবাসা স্মরণ করানোর জন্য নয়, বাবার প্রতি সন্তানের যথাযথ সম্মান দেখানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্যই মূলত পালন করা হয় মাতৃদিবসের অনুকরণে পিতৃদিবস। বর্তমানে সোশাল মিডিয়ার যুগে একাংশের দাবি, পিতৃ দিবস কোনো একটা দিনের বেড়াজালের আটকে থাকতে পারে না। জীবনের মৌলিক স্তরগুলোতে বাবার মত পথ দেখানো, বাবার চেয়ে বড় রক্ষাকর্তা, সন্তানের জন্য আর কেউ হতে পারে না। তাই বছরের প্রত্যেকটা দিন বাবার জন্য উত্ৎসর্গ করা যায়।

Advertisment

বিশ্বজুড়ে ৫২টি দেশে জুনের তৃতীয় রবিবার পালন করা হয় পিতৃদিবস। পিতৃদিবস নিয়ে আপনার মনে যাই সংজ্ঞা থাকুক না কেন, ফোনের ডেটা ব্যবহার করে বিনা মূল্যে বাবার কাছে পাঠাতেই পারেন কিছু সুন্দর ডিজিটাল কার্ড, যেখানে লেখা রয়েছে আপনার মনের কথা। আর আপনি যদি মনে করেন গোটা বছরকে সম্মান জানাতে একটা দিন মায়ের মন খুশি করতে চান তাহলে তো কথাই নেই। আপনার জন্য রইল কিছু মনের মত অদ্বিতীয় কার্ড।

publive-image

পৃথিবীতে আসার পার অনেক উপহার পেয়েছি জীবনে...কিন্তু জন্মের আগে ঈশ্বর যে আমাকে সবসেরা উপহারটা দিয়ে রেখেছেন...সেটা হল আমার বাবা... ধন্যবাদ ঈশ্বর.. হ্যাপি ফাদার্স ডে..

Advertisment

পিতৃবন্দনা: অনুকূল চন্দ্রের ছন্দে- পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা।

তুমিই আমাকে শিখিয়েছ শক্ত থেকে লড়াই করে যেতে...আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব... হ্যাপি ফাদার্স ডে....

তুমি আমার হাত ধরে আমাকে পৃথিবী চিনিয়েছ...তোমার সাথেই আমি প্রথম বুঝতে শিখেছি রাস্তাঘাট... হ্যাপি ফাদার্স ডে.....

তুমি আমাদের কাছে আমাদের আদর্শ হয়ে ছিলে.. চেষ্টা করলেও তোমার স্মৃতি আমরা আমাদের মন থেকে মুছে ফেলতে পারব না... আমরা আজ-ও তোমায় ভীষণ মিস করি বাবা.. হ্যাপি ফাদার্স ডে...

তোমার সব কথা শুনি না বলে তুমি হয়তো আমার উপর খুব রাগ কর...রাগ করো তোমার মুখে মুখে তর্ক করলে..বিশ্বাস করো বাবা তার কারণ এটা নয় যে আমি তোমাকে ভালবাসি না..সময়ে সময়ে আমিও চাই না ঝগড়া করতে..সময়ের চাপে করে ফেলি..তার জন্যে সরি বাবা..আজ তোমায় তাই একটা কথা বলতে চাই মন থেকে... বাবা,আমি তোমায় ভীষণ ভালবাসি..আমার অহংকার তুমি.. সময়ে

তোমার জন্যে রইলো এক বাক্স খুশী, আনন্দ, হাসি... প্রতিদিনের জন্যে.. হ্যাপি ফাদার্স ডে...

ছোটবেলায় আমি আমার বাবার সঙ্গ যেভাবে চাইতাম সেভাবে বোধ হয় আর কোনকিছুই চাইতাম না..আর এখনো চাই না.. লাভ ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে...

কিছু জিনিস যেমন আছে তেমনভাবেই সবচেয়ে ভালো লাগে..যেমন তুমি.. হ্যাপি ফাদার্স ডে...

একজন বাবার ডায়রি-র অমর পংক্তি: "আমার ছেলে ততক্ষন-ই আমার ছেলে ছিল যতদিন না আমি তার বিয়ে দিয়েছি.. কিন্তু আমার মেয়ে আমার ছেলে ও মেয়ে একসাথে হয়ে চিরকাল আমায় ভালোবেসে গেছে.. হ্যাপি ফাদার্স ডে...

ঈশ্বর জানেন যে সন্তানের জন্যে মা যেমন গুরুত্বপূর্ণ,তেমনি এই দুজনের খেয়াল রাখার জন্যে আরো একজন ভিশন গুরুত্বপূর্ণ... তাই তিনি "বাবা"দেরকেও পৃথিবীতে পাঠিয়েছেন... হ্যাপি ফাদার্স ডে...

আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা-বাবার ভালবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারন বুঝতে পারব না যতদিন অবধি আমরা নিজেরা মা/বাবা না হয়ে উঠছি.. হ্যাপি ফাদার্স ডে..

আমি ভাগ্যবান যে আমি তম,আর মতন একজন পিতা পেয়েছি যে আমায় সবসময় সহযোগীতা করে সব কাজে.. থ্যান্ক ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে...

publive-image

publive-image

publive-image

আমি তভাব্তেও পারি না যে তোমার সাথে প্রতিযোগিতা করে জিততে পারে...তুমি আমার অল-টাইম হিরো... হ্যাপি ফাদার্স ডে....

আমি তোমার ভালো ছেলে হয়ে উঠতে পেরেছি কিনা জানি না, কিন্তু.. তুমি আমার কাছে সবসময় আমার আদর্শ... লাভ ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে...

আমি চিরকাল তোমার হাতে হাত দিয়েই নিজেকে সবচেয়ে নিরাপদ পেয়েছি... ধন্যবাদ বাবা,সবসময় আমার পাসে থাকার জন্যে... হ্যাপি ফাদার্স ডে....

আমি এমন একজনকে চিনি যার "আদর্শ পিতা"-র উপাধি পাওয়ার পক্ষে একশ একটা যুক্তি আছে.. সেটা তুমিই বাবা.. হ্যাপি ফাদার্স ডে...

publive-image

publive-image

publive-image

publive-image

আমার সব হাসি কান্নার মাঝেও আমাকে সাহায্য করার জন্যে..আমার পাশে থাকার জন্যে...আমায় শিক্ষা দেওয়ার জন্যে... হ্যাপি ফাদার্স ডে...

আমার সকল কান্নার মাঝে..আমার সকল বায়নার মাঝে.. আমার সাথে থাকার জন্যে থ্যান্ক ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে...

আমার বাবাই আমার প্রথম শিক্ষক...কিন্তু তার চেয়ে প্রধান হচ্ছে তিনি একজন অসাধারণ পিতা.. হ্যাপ্পি ফ্দার্স ডে...

আমার বাবা মানে আমার কাছে অনেক কিছু.. এমন একটা হৃদয় যে সব বোঝে.. এমন একটা উত্স,যেখান থেকে আমার যাবতীয় শক্তি পাই.. >একটা সাহায্যের হাত, যেটা অমি হোচট খেলেই আমায় সামলে নিতে সাহায্য করে.. হ্যাপি ফাদার্স ডে...

সংগৃহিত.....

HAPPY FATHERS DAY
Advertisment