Advertisment

Happy Friendship Day Songs: 'ফ্রেন্ডশিপ ডে'তে মন ভালো করা গানের তালিকা

Happy Friendship day: ‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’ থেকে ‘মেরি দোস্তি মেরা প্যার’ বি-টাউন হিন্দি গানে বন্ধুত্ব উদযাপন করেছে বারবার। বিভিন্ন বয়সের বন্ধুত্বের সংজ্ঞা বাতলেছেন পরিচালকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বলিউড নাম্বার প্রত্যেকটা সম্পর্ককে গৌরবান্বিত করেছে হিট গান দিয়ে। সেখানে সম্পর্কটা যদি বন্ধুত্বের হয় তাহলে তো কথাই নেই। ‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’ থেকে ‘মেরি দোস্তি মেরা প্যার’ বি-টাউন হিন্দি গানে বন্ধুত্ব উদযাপন করেছে বারবার। বিভিন্ন বয়সের বন্ধুত্বের সংজ্ঞা বাতলেছেন পরিচালকরা।

Advertisment

ফ্রেন্ডশিপ ডে-র দিনে সেইসব গানের তালিকা আপনাদের জন্যে-

‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’

‘শোলে’ ছবির এই গান হিন্দি সিনেমায় ফ্রেন্ডশিপের জাতীয় সঙ্গীত বলা যায়। কিশোর কুমার ও মান্না দের গলায় গাওয়া গানটিকে দৃশ্যায়িত হয়েছে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র।

‘তেরে জায়সা ইয়ার কাঁহা, কাঁহা অ্যায়সা ইয়ারানা’

বিগ বি আর আমজাদ খানের বন্ধুত্বের ছবি ইয়ারানা। রিয়েল লাইফেও এই দুজনে ভাল বন্ধু ছিলেন। এই রসায়নের জন্যই রাজেশ রোশনের সুবিধে হয়েছিল গানটা কম্পোজ করতে।

‘দিয়ে জ্বলতে হ্যায়’

হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘নমকহারাম’ ছবিতে রাজেশ খান্নার লিপে রয়েছে এই গানটা।

‘বানে চাহে দুশমন জামানা হামারা’

রাজ খোসলার ‘দোস্তানা’ ছবিতে জুটি বঁধেছিলেন কিশোর কুমার ও মহম্মদ রফি। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই গানের সঙ্গীত পরিচালনার দায়িত্বে।

‘মেরি দোস্তি মেরা প্যার’

১৯৯৪ সালে সুধীর কুমারের ছবি ‘দোস্তি’র গান ‘মেরি দোস্তি মেরা প্যার’। মজরুহ্ সুলতানপুরি লিখেছিলেন এই গান।

আজ, বন্ধুত্বের দিনে রইল বলিউডের এই জুকবক্স।

friendship day
Advertisment