Advertisment

Happy Friendship Day 2020: মনকাড়া শুভেচ্ছা বার্তার সঙ্গে অটুট থাকুক বন্ধুত্ব

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Happy International Friendship Day 2020 Wishes Images, Quotes, Status: 

Advertisment

হাত ভর্তি ফ্রেন্ডশিপ ব্যান্ড, গ্রিটিংস কার্ড, ইনবক্সে উইশ। অগাস্টের প্রথম রবিবারের ছবিটা খানিক এমনই। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারই পালিত হয় ফ্রেন্ডশিপ ডে। বিশ্ব বন্ধুত্ব দিবসের প্রস্তাব করেন ডঃ আর্টেমিও ব্র্যাচো, ১৯৫৮ সালের ২০ জুলাই। বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাই অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে ঘোষিত হয়।

তবে ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল অগাস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে অগাস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

When is Happy Friendship day 2020 in India

এ তো গেল ইতিহাস। তাহলে আগামিকাল আপনার প্রিয় বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ুন কাছের কোনও রেস্তোরাঁয়। কিংবা খুব সকালে প্রিয় উপহার নিয়ে পৌঁছে যান তাঁর বাড়ি। চমকে দিন প্রিয় বন্ধুকে। আর আজ ঘড়ির কাঁটা ১২-র ঘর ছুঁলেই বন্ধুকে পাঠিয়ে দিন অনেক শুভ কামনা। সারা সপ্তাহের ব্যস্ততার মধ্যেও দিনটা কাটান অন্যভাবে। ভাল কাটুক আপনার ফ্রেন্ডশিপ ডে।

১) গোলাপ যদি লাল হয়, মেঘ হয় কালো,

পাখি যদি গান গায়, সূর্য দেয় আলো,

তুমি যদি বন্ধু হও বাসবো অনেক ভালো ।

” হ্যাপি ফ্রেন্ডশিপ ডে “

publive-image

২) বন্ধু মানে দুটি হৃদয়ের টান

বন্ধু মানে একটু অভিমান

বন্ধু মানে সুখ দুঃখের গান

বন্ধু মানে দুইটা জীবন আর একটা যেন প্রান ।

” হ্যাপি ফ্রেন্ডশিপ ডে “

publive-image

৩) বন্ধু হবে সেই রকম

পড়বে মনে যখন-তখন

সে হবে খুব আপন,

বুঝবে আমায় মনের মতন

রাখবো তাকে নিজের করে

যাবে না সে আমায় ছেড়ে ।

” শুভ বন্ধু দিবস “

publive-image

৪) নদীর পাড়ে আমি একা

নদী চলে আঁকা বাঁকা

আমি বন্ধু বড় একা

এখন ভাবছি তোমার কথা ।

তোমার সাথে আমার কি কখনো হবে না দেখা ?

” শুভ বন্ধু দিবস “

publive-image

৫)

জীবন হারিয়ে যায়, সৃতি নয়

মানুষ বদলে যায় , মন নয়

আমি হারিয়ে গেলেও, নেই ভয়

কারন বন্ধু হারিয়ে যায়, বন্ধুত্ব নয় ।

” শুভ বন্ধু দিবস “

publive-image

৬) নরমাল হাতের সুইট লেখা ।

বন্ধু আমি ভেরী একা ।

চাঁদের গাঁয়ে জোসনা মাখা,

মনটা আমার ভিষন ফাকা ।

ফাকা মনটা পূরণ কর,

একটু আমায় স্বরন কর ।

৭) বন্ধু আমার "জানের জান SmS শুধু" পড়তে চান"'

লিখতে গেলে"'মন আনচান'"

ব্যালেন্স নিয়ে "'শুধু টেনশান'

এই করে শুধু' টাকা বাচান"

কিপটামী ছেড়ে' SmS পাঠান!

সংগৃহীত...

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment