New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/ganesh-cover.jpg)
Happy Ganesh Chaturthi 2019 Wishes Images:
গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। হিন্দু পঞ্জিকা মতে এই চতুর্থী উদযাপিত হয় ভাদ্র মাসে। এ বছর গণেশ চতুর্থী পড়েছে ২ সেপ্টেম্বর তারিখে। আজ চতুর্থী। অনন্ত চতুর্দশীতে এই উদযাপন শেষ হয়। শেষ দিনে হয় গণেশ বিসর্জন।
ভারতের মুম্বইতে সবচেয়ে বর করে উদযাপিত হয় গণেশ চতুর্থী।
এই শুভদিনে আপনার প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা।
Advertisment


Advertisment




উৎসব হোক উদযাপনের। আর উদযাপন হোক সব্বার।