রঙের উৎসব ভালো কাটুক, প্রিয়জনদের পাঠান দোলের শুভেচ্ছা

রং খেলার ময়দানে নামার আগে বন্ধুদের বা কাছের মানুষকে বা ফেসবুকের সমস্ত বন্ধুকে জানিয়ে ফেলুন দোলের শুভেচ্ছা।

রং খেলার ময়দানে নামার আগে বন্ধুদের বা কাছের মানুষকে বা ফেসবুকের সমস্ত বন্ধুকে জানিয়ে ফেলুন দোলের শুভেচ্ছা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দোলের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

Happy Holi 2020 Whatsapp and Facebook Wishes Images, SMS, Messages, Status, Photos, Quotes:

Advertisment

ফাগুন হাওয়ায় আজ ভরপুর আবিরের গন্ধ। রঙের উৎসবে মেতে উঠেছেন রাজ্যবাসী। প্রিয়জনের গায়ে আলতো আবির ছোঁয়ানো তো থাকবেই, সঙ্গে থাকবে বন্ধুদের রঙে চুবিয়ে ভূত বানানো।

publive-image দোলের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

Advertisment

publive-image দোলের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

আনন্দে যে কোনো কার্পণ্য হবে না তা বলা বাহুল্য। কিন্তু রং খেলার ময়দানে নামার আগে বন্ধুদের বা কাছের মানুষকে বা ফেসবুকের সমস্ত বন্ধুকে জানিয়ে ফেলুন দোলের শুভেচ্ছা।

publive-image দোলের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

মিঠে কানাকানি হোক না আজকের দিনটায়। আধুনিক জীবনে আড়ম্বর বেড়েছে ঠিকই, কিন্তু কমেছে অনাবিল আনন্দ। আজকের দিনটা ফিরে যান শৈশবে।

publive-image দোলের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

publive-image দোলের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

যে কোনও উৎসবই সবাইকে কাছে আনার ছুতো আসলে। দোলও তাই। কাছে থাকুন সবাই। বেঁধে বেঁধে থাকুন।

indian festivals festival holi