Happy Holi 2020 Whatsapp and Facebook Wishes Images, SMS, Messages, Status, Photos, Quotes:
ফাগুন হাওয়ায় আজ ভরপুর আবিরের গন্ধ। রঙের উৎসবে মেতে উঠেছেন রাজ্যবাসী। প্রিয়জনের গায়ে আলতো আবির ছোঁয়ানো তো থাকবেই, সঙ্গে থাকবে বন্ধুদের রঙে চুবিয়ে ভূত বানানো।


আনন্দে যে কোনো কার্পণ্য হবে না তা বলা বাহুল্য। কিন্তু রং খেলার ময়দানে নামার আগে বন্ধুদের বা কাছের মানুষকে বা ফেসবুকের সমস্ত বন্ধুকে জানিয়ে ফেলুন দোলের শুভেচ্ছা।

মিঠে কানাকানি হোক না আজকের দিনটায়। আধুনিক জীবনে আড়ম্বর বেড়েছে ঠিকই, কিন্তু কমেছে অনাবিল আনন্দ। আজকের দিনটা ফিরে যান শৈশবে।


যে কোনও উৎসবই সবাইকে কাছে আনার ছুতো আসলে। দোলও তাই। কাছে থাকুন সবাই। বেঁধে বেঁধে থাকুন।