১৫ অগাস্ট, ১৯৪৭, প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তির আলো পেয়েছিল ভারত। লালকেল্লা থেকে ১৫ অগাস্ট রাত ১২ টার সময় ভেসে এসেছিল পণ্ডিত জওহরলাল নেহরুর কন্ঠস্বর, ‘‘মধ্যরাতে সারা পৃথিবী যখন ঘুমে মগ্ন, ভারত স্বাধীনতার মুখ দেখল”। লহরী গেট থেকে উঠল তেরঙ্গা। দেখতে দেখতে ৭৪ বছর হয়ে গেল। পরাধীনতার গ্লানি মুছতে দেশের মাটিতে বহু বিপ্লবীর রক্ত ঝরেছে। ভারত মাতার জন্য অকালেই ঝরেছে বহু প্রাণ। আজকের দিনটা তাঁদের জন্য, যাঁদের সংগ্রামে আজ স্বাধীন হয়েছে ভারতবর্ষ।
আগামীকাল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পালিত হবে স্বাধীনতা দিবস। তবে এবার বাঁধা হয়েছে লকডাউন, করোনা। পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গানে গমগম করবে চতুর্দিক, তবে মানুষের ঢল থাকবে কম। স্কুল-কলেজে থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সর্বত্রই উড়বে তেরঙ্গা। বাইরে বেরিয়ে পতাকা উত্তোলনে নাই বা পারলেন এবছর সামিলব হতে। মনে করুন একপ্রকার দেশরক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নিলেন। তাই ডিজিটাল ইন্ডিয়ায় হোয়াটস অ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মারফত স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন। একনজরে দেখে নিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা...
শুভেচ্ছা বার্তা
১) এমন এক সুন্দর দেশের অংশ হতে পেরে আমি গর্বিত! তাই দেশের এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল, (স্বাধীনতা দিবসের শুভেচ্ছা)
২) ঐক্যবদ্ধ হন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং দেশের পতাকার মান রক্ষার শপথ নিন। শুভ স্বাধীনতা দিবস, ২০২০
৩) চলো আজ হাতে হাত মিলিয়ে সেই সব যোদ্ধাদের স্মরণ করি, যাঁরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের স্বাধীনতার স্বার্থে লড়াই চালিয়ে গিয়েছিলেন। আজকের দিনটা তাই আমাদের কাছে খুব গর্বের।স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা …
৪)স্বাধীনতা সহজে মেলে না। লড়াই করে অর্জন করতে হয়। তাই তো স্বাধীনতা দিবস এক গর্বের দিন। এমন বিশেষ দিনে অনেকে-অনেক শুভেচ্ছা (Independence Day Wishes) জানাই আপনার পরিবার এবং আপনাকে।স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।।
৫) আঁধারের কালো পর্দা সরিয়ে
শত সহীদের রক্ত ঝরিয়ে
সূর্যের মতো আলো ছিটিয়ে
এলো আজ সেই স্বাধীনতা।
***happy independence day***
৬) স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে নিলাম
আমাদের প্রণাম তাদের চরণে দিলাম
আজ স্বাধীনতার পূর্ণ্য হলো ৭৪ বছর
শত কোটি প্রণাম নিও হে বীর অধীশ্বর।
৭) তুমি ভারত বীর এগিয়ে চলো
কেনো মরার আগে মরবে বলো!
সাহস আছে তোমার বুকের মাঝে
ঈশ্বর তো তোমার সঙ্গেই আছে,
চল দিল্লি ডাক দিয়ে
দেশের পতাকা হাতে নিয়ে।
**”” happy independence day “”*
৮) কতো ক্ষুদিরাম দিয়ে গেলো প্রান
কতো প্রফুল্ল চাকী,
তবুও আঁধার এখনও আঁধার
সূর্য ওঠার বাকি……
**”” happy independence day “”**
৯) আরব সাগরে উঠেছিল ছেচল্লিশের ঝড়
সেই ঝড় ভেঙ্গে দিলো ইংরেজের ঘর,
আজ বিদ্রোহের ইতিহাস স্মরণ করি
শহীদ দের পাদুপদ্যে প্রণাম ভরি।
~~~শুভ স্বাধীনতা দিবস~~~
.......সংগৃহীত....