কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা পাঠান, রইল মনকাড়া শুভেচ্ছা বার্তা

Krishna Janmashtami 2020 Wishes, Images, greetings:. এমন অনেক পরিবার কিন্তু আছে, যেখানে বাড়ির ছেলের মত গোপালের জন্মদিন পালন করা হয়।

Krishna Janmashtami 2020 Wishes, Images, greetings:. এমন অনেক পরিবার কিন্তু আছে, যেখানে বাড়ির ছেলের মত গোপালের জন্মদিন পালন করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ কৃষ্ণ জন্মাষ্টমী। গোপালের জন্মতিথি পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। দূরে থাকা প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ফোনে, ফোনে। আজ ঘরে ঘরে সবার তালের বড়া, তাল ক্ষীরের আয়োজন হয়েছে নিশ্চয়ই।

Advertisment

কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে ধরা হয়। কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে তিনি এলেন সবাইকে অবাক করে দিয়ে।  সবার মুখে শুধু গোপাল আর গোপাল। এমন অনেক পরিবার কিন্তু আছে, যেখানে বাড়ির ছেলের মত গোপালের জন্মদিন পালন করা  হয়।

Happy Janmashtami 2020 Wishes, Images, Quotes:...

Janmashtami, Janmashtami 2019, Indian Express

Advertisment
Janmashtami, Janmashtami 2019, Indian Express

গোপাল হিন্দু সংস্কৃতিতে যতটা না দেবতা তার চেয়ে অনেক বেশি বাড়ির আদরের দুলাল। কীভাবে আবির্ভাব হলো তাঁর?  কংস  রাজা নিজেই তার বোন এবং ভগ্নিপতিকে লোহার শিকলে বেঁধে জেলখানায় রেখে দিয়েছিলেন। এদিকে দেবকীর অষ্টম গর্ভ পূর্ণ হয়েছে, কারাবাসকালেই জন্ম নিলেন কৃষ্ণ।

Janmashtami, Janmashtami 2019, Indian Express
Janmashtami, Janmashtami 2019, Indian Express

মধ্যরাত্রে ছেলের মুখ দেখে ্মুগ্ধ। এ তো স্বয়ং বিষ্ণুই এসেছেন তাঁর ঘরে।

Janmashtami, Janmashtami 2019, Indian Express
Janmashtami, Janmashtami 2019, Indian Express
Janmashtami, Janmashtami 2019, Indian Express

বাসুদেবকে কৃষ্ণ  বললেন তুমি যদি কাউকে ভয় পাও তাহলে আমাকে গোকুলে রেখে এসো সেখানে যোগমায়া যশোদার কন্যা হয়ে জন্মেছে ,তাকে নিয়ে এসো আর তার বদলে আমায় রেখে এসো সেখানে। ভগবানের এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন বাসুদেব। এই হল জন্মাষ্টমীর আসল কথা।

Read the full story in English