Advertisment

Mothers Day 2019 Wishes: আজ আপনার মনের কথা জানান মাকে

Mothers Day 2019 Wishes, Messages, Quotes in Bengali: গোটা বছরকে সম্মান জানাতে একটা দিন মায়ের মন খুশি করতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। রইল কিছু মনের মত অদ্বিতীয় কার্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Mothers Day 2019 Wishes, Mothers Day 2019 Messages

Mothers Day 2019 Wishes, Quotes, Messages for Mothers: সন্তানের ওপর মায়ের অধিকার, ভালবাসা স্মরণ করানোর জন্য নয়, মায়ের প্রতি সন্তানের যথাযথ সম্মান দেখানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্যই মূলত পালন করা হয় মাতৃদিবস। বর্তমানে সোশাল মিডিয়ার যুগে একাংশের দাবি, মা দিবস কোনো একটা দিনের বেড়াজালের আটকে থাকতে পারে না। জীবনের মৌলিক স্তরগুলোতে মায়ের চেয়ে বড় শিক্ষাগুরু, মায়ের চেয়ে বড় রক্ষাকর্তা, সন্তানের জন্য আর কেউ হতে পারে না। তাই বছরের প্রত্যেকটা দিন মায়ের জন্য উত্ৎসর্গ করা যায়।

Advertisment

বিশ্বজুড়ে বিভিন্ন দিনে মাতৃ দিবস পালিত হয়। ব্রিটিশ প্রথা অনুযায়ী, ভারতে মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় এইদিন। মাতৃদিবস নিয়ে আপনার মনে যাই সংজ্ঞা থাকুক না কেন, ফোনের ডেটা ব্যবহার করে বিনা মূল্যে মায়ের কাছে পাঠাতেই পারেন কিছু সুন্দর ডিজিটাল কার্ড, যেখানে লেখা রয়েছে আপনার মনের কথা। আর আপনি যদি মনে করেন গোটা বছরকে সম্মান জানাতে একটা দিন মায়ের মন খুশি করতে চান তাহলে তো কথাই নেই। আপনার জন্য রইল কিছু মনের মত অদ্বিতীয় কার্ড।

publive-image

publive-image

publive-image

publive-image

মায়ের কথা পড়লে মনে আকুল হয়ে কাঁদি,
মা যে আমার আশীর্বাদের দিব্য প্রদীপ ভাতী।
শুভ মা দিবস!
.
.
মা যে আমার সপ্নমাখা, রাত জোছনার গান
আধার পথের একটু আলো,নীল জোনাকী
প্রাণ।
শুভ মা দিবস!
.
.
মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো
ভাই
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই।
শুভ মা দিবস!
.
.
মাগো তুমি ইদানিং
আসো রোজ স্বপ্নেই
বুকে বড় ব্যাথা নিয়ে
‘মাগো’ ডাক জপ নেই
দূর দেশে থেকে তোমার
ছোঁয়াটুকু পাই না
তুমিও তো নিজ দেশে
কাঁদো রোজ তাইনা?
শুভ মা দিবস!

প্রথম স্পর্শ "মা", প্রথম পাওয়া "মা" ,প্রথম শব্দ "মা",প্রথম দেখা "মা" ,আমার পৃথিবী তুমি "মা" হ্যাপি মাদার্স ডে..

প্রিয় মা, তুমি আমার চারপাশে তোমার স্নেহের আর যত্নের হাত রেখে আমায় কখনো কোনো কষ্ট পেতে দাও নি... চেয়েছ আমি যেন সবসময় ভালো থাকি... তোমার ঋণ শোধ করা কখনো সম্ভব নয় আমি জানি, সেই চেষ্টাও আমি করি না কখনো... শুধু চাই তুমি যেন চিরকাল আমার মাথায় তোমার আশীর্বাদের হাতটা একইভাবে রেখে দাও... লাভ ইউ মা... ইতি, তোমার খারাপ ছেলে!
পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা, মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা, কবির কাছে যেমন কলমের প্রয়োজনীয়তা, সন্তানের কাছে তেমন প্রয়োজনীয়তা মায়ের... হ্যাপী মাদারস ডে...

পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাই কে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জীবন থাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা। হ্যাপি মাদার্স ডে...

পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাই কে ছেড়ে যায়, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না। আর সারা জিবন থাকবে। সে মানুষ টি হচ্ছে মা.. শুভ মাতৃ দিবস,...

দুরে যখন থাকি, তার ছবি আঁকি বিপদ যখন আসে, সে থাকে পাশে অসুখ যখন হয় সে রাত জেগে রয় পৃথিবীর যেখানেই যাই, তার তুলনা নাই সে হলো আমার মা! \"আই লাভ ইউ মা" শুভ মাতৃ দিবস...
দুরে যখন থাকি, তার ছবি আঁকি বিপদ যখন আসে, সে থাকে পাশে অসুখ যখন হয় সে রাত জেগে রয় পৃথিবীর যেখানেই যাই, তার তুলনা নাই সে হলো আমার মা! \"আই লাভ ইউ মা" শুভ মাতৃ দিবস...
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়...!!♥

তোমার প্রথম মাদারস ডে যেন তোমার জীবনে বয়ে আনে সুখের ঘনঘটা... মনের অনাচ-কানাচ ভরে ওঠে স্বর্গীয় মমতার আনন্দে.... হ্যাপী মাদারস ডে...

তোমাকে এত জ্বালানোর জন্যে সরি..আর তা সত্ত্বেও আমাকে এত ভালবাসার জন্যে ধন্যবাদ.. হ্যাপি মাদার্স ডে...

যে তোমাকে মায়ের মতন অমন শক্তিশালী কেউই হয় না... যিনি নিজের সন্তানকে শত কষ্ট সত্ত্বেও আগলে রাখেন, আর ভালবাসেন নিজের চেয়েও বেশি! কখনো মাকে কষ্ট দিও না, তাহলে জীবনে কোনদিনই সুখী হতে পারবে না... হ্যাপী মাদার্স ডে!

যিনি তোমাকে জন্ম দিয়েছেন...তাঁর কোনো কথায় কখনো রাগ কর না..কারণ তিনি তোমার ভালো ছাড়া কখনো খারাপ চাইবেন না... হ্যাপি মাদার্স ডে...

যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

যখন আমরা কিছুই বলতে পারতাম না..মা আমাদের সব মনের কথা বুঝে যেত..আজ আমরা কত কিছু বলি আর তার শেষে বলি,\"এসব তুমি বুঝবে না..\" সত্যি কি তাই? সকল সন্তানের কাছে অনুরোধ,মায়ের সম্মান করো.. কখনো তাঁকে কষ্ট দিও না.. হ্যাপি মাদার্স ডে

জাতি ঝগড়া হোকক, রাগ হোক তোমার শাসনে, কষ্ট হোক তোমার বকুনিতে, তবু তোমাকে ছাড়া একদিনও চলে না আমার.. লাভ ইউ মা... হ্যাপী মাদারস ডে...

ছোটবেলায় যখন তুমি আমার চোখের আড়াল হতে আমি ব্যাকুল হয়ে উঠতাম..ভয় লাগত খুব...তোমায় জড়িয়ে ধরেই যেন কমত মনের ধুকপুকানি... আজও তেমনি যে কোনো বিপদেই তোমার কথা সবার আগে মাথায় আসে...মনে হয় তখনকার মতন এখনও যদি তোমার কোলে মাথা দিয়ে একটু শুতে পারতাম,তাহলে হয়তো আমার সব দুশ্চিন্তা এক লহমায় দূর হয়ে যেত... লাভ ইউ মা... হ্যাপি মাদার্স ডে...

ওপরে যার শেষ নেই তা হলো আকাশ আর পৃথিবীতে যার শেষ নেই তাকে আমরা "মা" বলি! শুভ মাতৃ দিবস...

একমাত্র মা-ই সেটা বুঝতে পারে যেটা তার সন্তান কখনই বলে উঠতে পারে না... হ্যাপী মাদার্স ডে...
আমি অনেক বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, আমি অনেকের কাছে খারাপ ও হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান...

আমায় কাঁদতে দেখেছ তুমি, হাসতে দেখেছ আমায়, দেখেছ অসুস্থ হয়ে পড়তে, দেখেছ মন খারাপ করে শুয়ে থাকতে... সবসময় পাশে থেকেছ তুমি... থ্যান্ক ইউ মা.... হ্যাপী মাদারস ডে...

আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারণে হাসে, তখন আরো বেশি ভালো লাগে\"
আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে হ্যাপি মাদার্স ডে...

আকাশের মতন ধৈর্যক্ষমতা তোমার,তুমি সবসময় আমার বেস্ট ফ্রেণ্ড হয়ে আমার সব সমস্যার সমাধান করার রাস্তা দেখিয়ে দিয়েছ.. ধন্যবাদ মা... হ্যাপি মাদাস ডে..

সংগৃহীত..

Read the full story in English

Mother’s Day
Advertisment