/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/images.jpeg)
রাখী মানেই ভাই বোনের সম্পর্ক খানিকটা তরাণ্বিত করে। এই একুশ শতকে দুনিয়াটা হয়ে উঠেছে একটা গ্লোবাল ভিলেজ। লকডাউনে ইন্টারনেট মারফতই টিকে থাকছে সম্পর্ক। সাম্প্রতিক কালে দাদা-দিদি, ভাই-বোন একই শহরে একই সঙ্গে রয়েছে, এমন উদাহরণ হাতে গোনা। দাদা দিল্লি, তো বোন কলকাতায় সংসার ঠেলছে। আবার ভাই হনলুলু তো বোন হাভানা, দিব্যি এরকম ভাবেই কাটছে ভাই বোনের সম্পর্ক। ভাইকে রাখী পরিয়ে জোর করে প্রণাম আদায় কিমবা দাদার পকেট কেটে রাখীর উপহার হিসেবে হেড ফোন, পছন্দের পোশাক, ব্যাগ কেনা ফার্স্ট ডে ফার্স্ট শো তে শাহরুখের সিনেমা দেখা আর ক’জনের ভাগ্যে জোটে? এবছরতো তা একেবারেই সম্ভব নয়। ফেসবুক হোয়াটসঅ্যাপকে বাবা জ্যেঠারা যতই গাল মন্দ করুক, এই প্ল্যাটফর্ম কিন্তু বাঁচিয়ে রেখেছে একাধিক সম্পর্ক। তাই রাখীর শুভেচ্ছাটাও সেই মারফতই সেরে নিন। রাগ অভিমান, আনন্দ, মিস করা সবটা ভাগ করে নিন একসঙ্গে। তারপর নয় একটা ভিডিও কল ও একটা ফোন সেরে নেবেন। কিন্তু কী পাঠাবেন দাদা বা ভাইকে? সেটাই ভাবছেন? আপানার জন্য রইল ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে সেরকম কিছু রাখীর শুভেচ্ছা।
Happy Raksha Bandhan (Rakhi) 2020 Wishes Images, Whatsapp Quotes, Status, Wallpapers:
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/38.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/57.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/66-1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/119.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/211.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/451.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/rakhi.jpg)
ভাই ফোঁটা থেকে রাখী সেলেব্রেশন সবটাই অনায়াসে সেরে ফেলা যায় ডিজিটাল মাধ্যমে। তাই মন খারাপ না করে একেবারে সকাল সকাল ভিডিও কলে চমকে দিতে পারেন ভাই কিংবা দাদাকে। সঙ্গে রাখীর ছবি, আর কিছু সুন্দর মেসেজ। উপহারটা না হয় দাদা ফিরলেই দেবেন, তার জন্য আপনি একটু অপেক্ষা করুন বা অনলাইন অর্ডারও করতে পারেন। তবে রাখীর দিন দাদা আর ভাইদের অপেক্ষা করাবেন না। এই সুন্দর ছবি আর বার্তা পাঠিয়ে দিন। কাজের মাঝে মন ভাল হয়ে যাবে আপনার ভাই আর দাদারও। রইল এসবেরই কিছু সুলুক সন্ধান।