Advertisment

Rakhi Wishes 2018: এক ক্লিকেই কীভাবে সারবেন রাখী বন্ধন, দেখে নিন

Happy Raksha Bandhan Wishes in Bengali 2018: আপনার রাখী পরানোর মানুষটা শহর থেকে অনেকটা দূরে? মন খারাপের কারণ নেই। দাদা বা ভাই রয়েছে এক ক্লিক দূরেই। দেখে নিন কীভাবে সারবেন রাখী বন্ধন।

author-image
IE Bangla Web Desk
New Update
raksha-bandhan

Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

Raksha Bandan Wishes 2018: 

Advertisment

রাত পেরলেই রাখী পূর্ণিমা। অথচ বেশ কয়েকদিন ধরেই মন খারাপ? ভাই পড়তে গেছে দেশের বাইরে, কিংবা দাদা কাজের সূত্রে শহরে নেই। আপনিও কি রয়েছেন সেই বোনের তালিকায়? ভাবছেন এমন মন মরা হয়েই কাটবে রাখীর দিনটা? না একেবারেই তেমনটা নয়। মুশকিল আসান রয়েছে আপনার কাছেই।

যুগের হাওয়ায় তাল মিলিয়ে অনেকটা সাবালক হয়েছে প্রযুক্তি। আত্মীয় পরিজন, কাছের মানুষরা এখন কেবল এক ক্লিক দূরে। ভাই ফোঁটা থেকে রাখী সেলেব্রেশন সবটাই অনায়াসে সেরে ফেলা যায় ডিজিটাল মাধ্যমে। তাই মন খারাপ না করে একেবারে সকাল সকাল ভিডিও কলে চমকে দিতে পারেন ভাই কিংবা দাদাকে। সঙ্গে রাখীর ছবি, আর কিছু সুন্দর মেসেজ। উপহারটা নাহয় দাদা ফিরলেই দেবে, তার জন্য আপনি একটু অপেক্ষা করুন। তবে রাখীর দিন দাদা আর ভাইদের অপেক্ষা করাবেন না। এই সুন্দর ছবি আর বার্তা পাঠিয়ে দিন। কাজের মাঝে মন ভাল হয়ে যাবে আপনার ভাই আর দাদারও। রইল এসবেরই কিছু সুলুক সন্ধান। গুগল ঘাঁটলেই পেয়ে যাবেন হাজারও ছবি। ফেসবুকের দেওয়ালে তো আখছার ঘুরছেই। তাই আর দেরি না করে আজ রাতের মধ্যেই সেরে ফেলুন রাখীর কেনাকাটা।

Happy Raksha Bandhan 2018 Wishes, Messages, Images, WhatsApp Status, Facebook Greetings for friends and family

 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018 Happy Raksha Bandhan Wishes in Bengali 2018

Advertisment