Lord Jagannath Rath Yatra 2025: গুজরাটের আহমেদাবাদ শহরে আজকের রথযাত্রা একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। জামালপুরের জগন্নাথ মন্দিরে ভোর ৫টা থেকে দেবতাদের অধিষ্ঠান শুরু হয়। সকাল ৬টায় অনুষ্ঠিত হয় মঙ্গলা আরতি, যাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর পরিবার। এবছর প্রথমবারের মতো গার্ড অফ অনার রথের সামনে দেওয়া হল। ভোর থেকে হাজার হাজার ভক্ত রাস্তায় ভিড় করেছিলেন, রথে উপস্থিত ছিল সোনার ঝাড়ু। ছিল, ঐতিহ্যবাহী ঢাক এবং বাজনার আয়োজনও।
2/6
‘পাহিন্দ’ রীতি পালন
সকাল ৭টার পর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিজ হাতে সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন, যা গুজরাটের অন্যতম আচার হিসেবে বিবেচিত হয়। এরপরই শুরু হয় মূল রথযাত্রা। রথটি রাত সাড়ে ৮টার মধ্যে আবার মন্দিরে ফিরে আসবে।
3/6
পুরীতে রথযাত্রা
ওড়িশার পুরী হল রথযাত্রার মূল কেন্দ্র। আজ সকাল ৬টায় মঙ্গলা আরতির মাধ্যমে দিনের শুরু হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে সাজিয়ে প্রসাদ নিবেদন করা হয়। সকাল ৯:৩০ মিনিটে শুরু হয় মন্দির থেকে বের করে আনার আনুষ্ঠানিকতা। দুপুর ১টায় দেবতাদের রথে বসানো হবে এবং বিকেল ৩টায় রাজপরিবারের গজপতি দিব্য সিং দেব সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাড়ু দিয়ে ‘চেরা পাহরা’ রীতি পালন করবেন। বিকেল ৪টায় শুরু হবে রথ টানা। প্রায় ৩ কিমি পথ অতিক্রম করে দেবতারা যাবেন গুন্ডিচা মন্দিরে—তাঁদের মাসির বাড়ি।
Advertisment
4/6
রূপার রথে জগন্নাথ
উদয়পুরের জগদীশ মন্দিরে আজকের রথযাত্রা সকাল ৫টায় মঙ্গলা আরতি দিয়ে শুরু হয়। ভগবান জগন্নাথকে বসানো হয় একটি ৮০ কেজি রূপা দিয়ে তৈরি রথে। সকাল ১০:৩০ মিনিটে শৃঙ্গার আরতি হয় ও ভোগ নিবেদন করা হয়। বিকেল ৩টায় শুরু হয় ৭-৮ কিমি দীর্ঘ রথযাত্রা।
5/6
দিঘায় প্রথমবারের মত রথযাত্রা
পশ্চিমবঙ্গের দিঘায় এই প্রথম ভগবান জগন্নাথের রথযাত্রা আয়োজিত হচ্ছে। প্রায় ১ কিমি দীর্ঘ রথটি আজ দুপুর ২টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যাত্রা শুরু করবে। ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস বলেছেন, 'পুরীর রথের আদলেই তৈরি রথে এই যাত্রা হবে।'
6/6
আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিফলন
রথযাত্রা ২০২৫ একদিকে আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিফলন, অন্যদিকে সামাজিক সংহতির এক অনন্য নিদর্শন। প্রতিটি শহর তার নিজস্ব কৃষ্টিতে ভগবানের এই যাত্রাকে সম্মান জানাচ্ছে, আর সেই ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরছে পুরো দেশ।