Advertisment

Republic Day 2020: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা

Happy Republic Day 2020: ১৯৪৯ সালের ৯ নভেম্বর গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সভার নেতৃত্ব দিয়েছিলেন ‘ভারতীয় সংবিধানের রূপকার’ ভীম রাও আম্বেদকর।

author-image
IE Bangla Web Desk
New Update
Republic Day 2020, Happy Republic Day

৭১ তম প্রজাতন্ত্র দিবসে রইল কিছু শুভেচ্ছাবার্তা।

26th January 2020 Republic Day: ভারতের গণতন্ত্রে উল্লেখযোগ্য দিন এই প্রজাতন্ত্র দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্বাদ গ্রহণের পর ১৯৪৯ সালের ৯ নভেম্বর গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে যোগ দিয়েছিলেন ২০৭ জন সদস্য। সভার নেতৃত্ব দিয়েছিলেন ‘ভারতীয় সংবিধানের রূপকার’ ভীম রাও আম্বেদকর। অবশেষে ১৯৪৯ এর ২৬ নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। কার্যকর হয় আরও মাস দুয়েক পর, অর্থাৎ ২৬ জানুয়ারি, ১৯৫০। বর্তমানে যথাযোগ্য মর্যাদায় দিল্লির রাজপথে পালন করা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। দেশের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে কুচকাওয়াজও প্রদর্শন করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ৭০ তম প্রজাতন্ত্র দিবসে রইল কিছু শুভেচ্ছাবার্তা।

Advertisment

* আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল স্বাধীনতা। কিন্তু মুক্তিযোদ্ধাদের বীরোচিত সংগ্রাম সেই স্বাধীনতাকেই ফেরত পেয়েছি আমরা। আসুন সেই স্বাধীনতাকেই আজ উদযাপন করি আমরা। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।

* “দেশের শ্রেষ্ঠত্ব প্রেম ও আত্মত্যাগের মধ্যে রয়েছে যা জাতিদের অনুপ্রাণিত করে” – সরোজিনী নাইডু। ঐক্যবদ্ধ হন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন এবং দেশের পতাকার মান রক্ষার ভার নিজের কাঁধে তুলে নিন। প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা।

* "ভারতবাসী হিসাবে একটা কথা মনে রাখা উচিত…নাগরিক হিসাবে তাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে ” – সর্দার বল্লবভাই প্যাটেল।

* স্বাধীন মানসিকতা, বলিষ্ঠ বক্তব্য, শুদ্ধ রক্ত শিরায় শিরায়; আত্মিকরূপে গরবিত হন, হৃদয়ে খুশির ঢেউ খেলে যাক, এই প্রজাতন্ত্র দিবস সফল করুন।

* “দেশপ্রেম ধর্ম এবং দেশপ্রেমই ভারতের জন্য ভালবাসা” – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

* হাজার হাজার মানুষ একদিন নিজেদের জীবনের তোয়াক্কা না করে লড়াইয়ে নেমেছিলেন বলেই কিন্তু আমরা আজ এই দিনটি দেখতে পাচ্ছি। প্রজাতন্ত্র দিবসে তাঁদের বলিদানের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম।

* “ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব।” – বাল গঙ্গাধর তিলক

* ভারতের প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চলুন আজকের দিনে একে অপরকে প্রতিজ্ঞা করি যে আগামী সময়ে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরাও সমান ভাবে দায়িত্ব কাঁধে তুলে নেব, এই দেশকে আরও সুন্দর করে তুলব।

* ভেদাভেদ ভুলে আজ এক নতুন দেশ গড়ার শপথ নেওয়া যাক। যেখানে ধর্মান্ধতার নামে ঘৃণার কোনও স্থান নেই, ভালবাসাই হবে আমাদের একমাত্র ধর্ম। প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা।

* আমরা ঐক্যবদ্ধ, যে ঐক্যের সমস্ত কৃতিত্ব যায় আমাদের প্রজাতন্ত্রের। তাই ভারতবাসী হিসেবে আজ আমাদের গর্বের দিন। সবাইকে ৭১ তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

Republic Day 2020
Advertisment