New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Rose-LEAD.jpg)
অলংকরণ- অভিজিৎ বিশ্বাস
Rose Day 2020 Quotest, Wishes:
ভালবাসার সপ্তাহের শুরু বলে কথা, গোলাপ দিয়ে সেই শুরুটা হলে মন্দ কি। তাই রোজ ডে-র দিন নিজের ভালবাসার মানুষকে আর একটু আনন্দ দিন একটা গোলাপ দিয়ে। আর যদি সে আপনার থেকে দূরে থাকে তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। গোলাপ ডে শুভেচ্ছা জানাতে পারেন মেসেজ কিংবা ছবি পাঠিয়ে। অথবা দুটোই পাঠাতে পারেন।
Advertisment
ধরুন অন্য শহরে থাকে ভালবাসার মানুষটি, তাতে কপালে চিন্তার ভাঁজ ফেলার কিছু হয়নি। টেকনোলজি বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়েছে। ফলে চট করে অনলাইনে বুকে অর্ডার করে ফেলুন আর সঙ্গে নিজের ছোঁয়া রাখতে দু কলি লিখে দিন।
Advertisment
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/3-7.jpg)
ভাবছেন সে না হয় অর্ডার দেবেন কিন্তু লিখবেন কি? কাব্য তো আপনাকে দেখলেই পালায়। তাই জন্যই তো কার্ডের সঙ্গে নিজের লাইনগুলোও লিখে দিতে পারেন। চেষ্টা করে দেখুন খুব একটা গেরো নাও হতে পারে।