/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-1-2025-11-02-21-13-17.jpg)
Hazarduari: বাংলার ঐতিহ্যের হাজারদুয়ারি।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-2-2025-11-02-21-18-11.jpg)
হাজারদুয়ারি প্রাসাদ: মুর্শিদাবাদের নবাবি গৌরবের প্রতীক
Hazarduari Palace Mystery: মুর্শিদাবাদ — নামটি উচ্চারণ করলেই ইতিহাসপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে ভাগীরথীর তিরে দাঁড়ানো নবাবি ঐশ্বর্য। এই শহরের মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্ন নিঃসন্দেহে হাজারদুয়ারি প্রাসাদ। একদিকে এটি এক ঐতিহাসিক নিদর্শন, অন্যদিকে এক রহস্যময় স্থাপত্য—যার প্রতিটি দরজাই যেন সময়ের সাক্ষী।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-3-2025-11-02-21-18-39.jpg)
নির্মাণ ইতিহাস: এক ইংরেজ স্থপতির কীর্তি
প্রাসাদটি নির্মিত হয় নবাব নাজিম হুমায়ুন জা’র আমলে, ১৮২৯ থেকে ১৮৩৭ সালের মধ্যে। এর স্থপতি ছিলেন মেজর ডানকান ম্যাকলয়েড, যিনি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং স্টাইলে ইউরোপীয় ধাঁচে এই মহলটি তৈরি করেন। তখন নবাবদের ক্ষমতা কার্যত ব্রিটিশ শাসনের অধীনে চলে গিয়েছিল, কিন্তু রাজকীয় মর্যাদা টিকিয়ে রাখতে তাঁরা এই প্রাসাদকেই করে তোলেন আভিজাত্যের কেন্দ্র।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-4-2025-11-02-21-19-08.jpg)
'হাজারদুয়ারি' নামের উৎস ও রহস্য
প্রাসাদের নামেই লুকিয়ে আছে এর অন্যতম বিস্ময়—১০০০ দরজা! বলা হয়, এর মধ্যে ৯০০টি আসল দরজা এবং ১০০টি নকল দরজা, যা তৈরি হয়েছিল শত্রুদের বিভ্রান্ত করতে। এই নকল দরজাগুলোর কারণে কেউ প্রাসাদের ভিতরে ঢুকলে সহজে বেরোতে পারতেন না। নবাবদের গৌরবগাথায় ভরা জীবন আর গোপন সুড়ঙ্গের মতই যা হয়ে উঠেছিল চর্চার বিষয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-5-2025-11-02-21-19-50.jpg)
প্রাসাদের স্থাপত্য
প্রাসাদের দৈর্ঘ্য প্রায় ১৩০ মিটার, প্রস্থ ৬১ মিটার এবং উচ্চতা ৮০ ফুট। এর বিশাল স্তম্ভ, গ্রিক-রোমান ধাঁচের ছাদ ও নান্দনিক মার্বেল মেঝে একে করে তুলেছে ভারতীয় স্থাপত্য তথা ইতিহাসের অন্যতম অনন্য উদাহরণ।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-6-2025-11-02-21-20-22.jpg)
জাদুঘর ও দরবার হল
বর্তমানে প্রাসাদের ভেতরে রয়েছে তিনতলা বিশিষ্ট জাদুঘর, যা পরিচালনা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। এখানে রাখা আছে নবাবদের ব্যবহৃত অস্ত্র, রাজদণ্ড, পাণ্ডুলিপি, রাজকীয় পালকি, আসবাব, এমনকী সিরাজউদ্দৌলার ব্যক্তিগত সামগ্রীও। সবচেয়ে বিখ্যাত অংশ হল দরবার হল, যেখানে একসময় নবাবদের সভা বসত। আজও সেখানে দেখা যায় বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যা ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার উপহার ছিল বলে প্রচলিত।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-7-2025-11-02-21-20-56.jpg)
গোপন সুড়ঙ্গ আর তা নিয়ে রহস্য!
জনশ্রুতি রয়েছে, প্রাসাদের নীচে ছিল গোপন সুড়ঙ্গ, যা ভাগীরথী নদীর দিকে যেত। এটি নাকি ব্যবহার করা হত বিপদের সময় পালানোর জন্য। যদিও আজ তার কোনও দৃশ্যমান প্রমাণ নেই, কিন্তু স্থানীয়দের মতে রাতে প্রাসাদের কিছু দরজা নিজেরাই নড়ে ওঠে। অবশ্য, তা নিয়েও রয়েছে নানা কিংবদন্তি।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-8-2025-11-02-21-21-39.jpg)
ইতিহাসের স্মৃতি ও বর্তমানের পর্যটন আকর্ষণ
সময় পেরিয়ে গেলেও হাজারদুয়ারির প্রতিটি ইট আজও ইতিহাসের কাহিনি বলে যায়। নবাবি গৌরব, ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাব এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য—সব কিছুর মেলবন্ধন এই এক স্থাপত্যে। আজ এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। দেশ-বিদেশের ভ্রমণপ্রেমীরা প্রতিদিন ভিড় জমান এই মহলে ঘুরতে, ছবি তুলতে, আর এক হারানো যুগের গৌরব অনুভব করতে।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-9-2025-11-02-21-22-16.jpg)
ভ্রমণের টিপস
এখানে ভ্রমণের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা। শুক্রবার বন্ধ থাকে হাজারদুয়ারি। প্রবেশমূল্য ভারতীয় নাগরিকদের জন্য ২৫ টাকা। আর, বিদেশিদের জন্য ৩০০ টাকা (আনুমানিক)। নিকটবর্তী স্থান বলতে কাঠগোলা প্যালেস, খোশবাগ, ইমামবাড়া, সিরাজউদ্দৌলার মাজার।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/hazarduari-10-2025-11-02-21-22-46.jpg)
ইতিহাসের জীবন্ত দলিল
হাজারদুয়ারি প্রাসাদ কেবল ইট-সিমেন্টের স্থাপত্য নয়। এটি এক ইতিহাসের জীবন্ত দলিল। এর প্রতিটি দরজা, প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলে যায়, 'মুর্শিদাবাদের নবাবি গৌরব'-এর গল্প। আজও যাঁরা অতীতের ঐশ্বর্য আর রহস্য খুঁজে বেড়ান, তাঁদের কাছে হাজারদুয়ারি প্রাসাদ এক অনন্ত আকর্ষণ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us