টানা আড়াই মাসের লকডাউন পেরিয়ে সম্প্রতি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দেশ। আনলক-১.০ ঘোষণা হওয়ার পর থেকেই রাস্তায় নেমেছে গণপরিবহন। খুলছে অফিসকাছারির তালা। তবে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে স্কুলকলেজ। লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কীভাবে রোখা সম্ভব করোনাকে? মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেই প্রসঙ্গে একটি নির্দেশিকা জারি করেছে। সরকারি মহলের কর্তাদের একাংশের মতে, এটিকে নির্দেশিকা না বলে আদর্শ আচরণবিধি বলাই ভাল। কেন্দ্রের আশা, এই ১২ দফা আচরণবিধি পালন করলে অনেকাংশেই এড়ানো যাবে কোভিড সংক্রমণ।
কী রয়েছে কেন্দ্রীয় সরকারের ১২ দফা আচরণবিধিতে?
১) জনসমাগমে গেলে অন্যদের সঙ্গে নূন্যতম ৬ ফুট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। কারও সঙ্গে কথা বলার সময় শরীর স্পর্শ করা চলবে না
২) বাসস্ট্যান্ড সহ অন্য সমস্ত জায়গায় অপেক্ষারতদের বাধ্যতামূলকভাবে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷
৩) পূর্ণব্যবহারযোগ্য হাতে তৈরি ফেস মাস্ক সর্বক্ষণ পরে থাকতে হবে।
৪) নাক, মুখ, চোখে হাত দেওয়া যাবে না
৫) হাঁচি কাশি হলে অবশ্যই নাক মুখ ঢেকে রাখতে হবে
৬) সাবানজল বা অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার নিয়ে ঘন ঘন হাত ধুতে হবে
৭) তামাকজাত দ্রব্য চিবিয়ে রাস্তায় বা জনপরিসরে থুতু ফেলা নিষিদ্ধ
৮) দোকান, শপিং মল, সেলুন সহ সবরকম জায়গা নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে
৯) অহেতুক রাস্তায় বেরনো বন্ধ করতে হবে
১০) কোভিড আক্রান্ত রোগী অথবা তাদের সেবা ও চিকিৎসারত মানুষদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা চলবে না
১১) কোনও সামাজিক অনুষ্ঠানের দিনক্ষণ যদি একান্তই পিছিয়ে দেওয়া না যায়, তাহলে আমন্ত্রিত অতিথির সংখ্যা যথাসম্ভব কমাতে হবে.
১২) অহেতুক ভিড়, জনসমাগম এড়িয়ে চলতে হবে