scorecardresearch

আগামী বছর কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন তালিকা

আসুন দেখে নেওয়া যাক আগামী বছর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগামী বছর কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন তালিকা

আর হাতে গোনা কয়েকদিন। তারপরেই নতুন বছর শুরু হবে। কিন্তু করোনার জেরে এবছর সেরকম ভাবে কোনও মানুষই ছুটির দিনগুলি কাটাতে পারেনি। তবে আগামী বছর ছুটির দিনে কী করবেন সেই প্ল্যান এখন থেকেই শুরু করে দিয়েছেন সবাই। ছুটির দিন মানেই ব্যাঙ্কের কাজকর্মও বন্ধ থাকবে। আসুন দেখে নেওয়া যাক আগামী বছর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে-

জানুয়ারি, ২০২১-
মঙ্গলবার, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস।

মার্চ, ২০২১-
১১ মার্চ, বৃহস্পতিবার- শিবরাত্রি।
২৯ মার্চ, সোমবার- দোল উৎসব।

এপ্রিল, ২০২১-
১ এপ্রিল, বৃহস্পতিবার- ক্লোজিং অ্যাকাউন্ট
২ এপ্রিল, শুক্রবার- গুড ফ্রাইডে
১৪ এপ্রিল, বুধবার- আম্বেদকর জয়ন্তী
২৫ এপ্রিল, রবিবার- মহাবীর জয়ন্তী

মে, ২০২১-
১ মে, শনিবার- মে দিবস
১৩ মে, বৃহস্পতিবার- ইদ-উল-ফিতর
২৬ মে, বুধবার- বুদ্ধ পূর্ণিমা

জুলাই, ২০২১-
২০ জুলাই, মঙ্গলবার- ইদ-উদ-আঝা

আগস্ট, ২০২১-
১৫ আগস্ট, রবিবার- স্বাধীনতা দিবস
১৯ আগস্ট, বৃহস্পতিবার- মহরম
৩০ আগস্ট, সোমবার- জন্মাষ্টমী

অক্টোবর, ২০২১-
২ অক্টোবর, শনিবার- মহাত্মা গান্ধী জয়ন্তী
১৫ অক্টোবর, শুক্রবার- বিজয়া দশমী

নভেম্বর, ২০২১-
৪ নভেম্বর, বৃহস্পতিবার- দীপাবলি
১৯ নভেম্বর, শুক্রবার- গুরুনানক জয়ন্তী

ডিসেম্বর, ২০২১-
২৫ ডিসেম্বর, শনিবার- বড়দিন

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Here is the list of bank holidays for 2021