পছন্দের জামায় চা-কফির দাগ তোলার চটজলদি উপায়

এবার থেকে আর ফেলতে হবে না দাগ লেগে থাকা জামা৷ সময়মত দাগ উঠিয়ে ফেলুন এই সঠিক পদ্ধতিতে৷

এবার থেকে আর ফেলতে হবে না দাগ লেগে থাকা জামা৷ সময়মত দাগ উঠিয়ে ফেলুন এই সঠিক পদ্ধতিতে৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জামা যাই হোক না কেন সেখানে যদি চা-কফির মতো কড়া দাগ লেগে যায় তাহলে মন খারাপ তো হবেই। সেই দাগ থেকে মুক্তি পেতে গিয়ে তাতে সাবান কিংবা সার্ফ দিয়ে ঘষতে গিয়ে আবার বিপত্তি বাধে। কখনও রং উঠে যায়, কখনও গোটা পোশাকটাই খারাপ হয়ে যায়। অগত্যা সেগুলো ফেলে দিতে হয়৷ এবার থেকে আর ফেলতে হবে না দাগ লেগে থাকা জামা৷ সময়মত দাগ উঠিয়ে ফেলুন এই সঠিক পদ্ধতিতে৷

Advertisment

* দাগের শত্রু ভিনিগার। একটি পাত্রে কয়েক কাপ জল নিন। তাতে ১ চা চামচ ভিনিগার দিন। ভাল করে মিশিয়ে নিন। তারপর যেখানে দাগ লেগেছে সেখানে হালকা হালকা স্প্রে করুন। কিছুক্ষণের মধ্যেই দাগ গায়েব হবে।

আরও পড়ুন, ইমিউনিটি বাড়াতে চান? আজ থেকেই এক কাপ হলুদ মেশানো দুধ পান করুন

* পোশাকে চা কিংবা কফির দাগ যেখানে লেগে থাকবে সেখানে এক চামচ বেকিং সোডা দিয়ে ঘষতে থাকুন। তারপর কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisment

* কালির দাগ ওঠাতে ব্যবহার করুন রাবিং অ্যালকোহল৷ কিংবা একটি স্পঞ্জে দুধ দিয়ে দাগের ওপর ঘষে দিন৷ এতে দাগ উঠবে৷ তবে বেশিদিন কালি লাগা জামা ফেলে রাখবেন না৷

* টুথপেস্ট। সকালের এই নিত্য প্রয়োজনীয় জিনিষটাই চা কিংবা কফির দাগ দূর করতে সাহায্য করে। দাগের জায়গায় প্রায় ১৫ মিনিট টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

lifestyle