Advertisment

করোনা অতিমারির প্রভাবে কি ঋতুচক্রে বদল এসেছে?

কীভাবে এটি প্রভাব বিস্তার করে জানুন

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
NULL

প্রতীকী ছবি

বিগত দুই বছরে সবকিছুই যেন ওলোট পালোট। মানুষের অভ্যাস থেকে জীবনযাত্রা, সবেতেই এসেছে বদল। এবং সেই প্রভাব পড়েছে নারীদেহে সবথেকে বেশি... পেশীর ব্যথা থেকে পিরিওডিকাল প্রবলেম, অনেকেই এমন বুঝছেন যে করোনা আক্রান্ত হওয়ার পরেই তারা এর গরমিল বুঝতে পারছেন আবার কেউ টিকা গ্রহণের পরেও এই সমস্যা বুঝতে পারছেন। 

Advertisment

তবে এই পরিবর্তন দেখার আগে, সেই মানবদেহের চক্র নির্ধারণ করা আগে বেশি পরিমাণে দরকার। সাধারণত দেখা যায়, এর দৈনিক স্থিতির সময়কাল ৫ দিন, এবং দেহ পরিবর্তনে ২৪-২৮ দিনের ব্যাপ্তিতে এটি পুনরায় ফিরে আসে। সাধারণত ঋতুস্রাবের দৈর্ঘ্য, ভারী ভাব, এবং চক্রের পরিবর্তন সময়ের সঙ্গেই আলাদা আলাদা প্রভাব ফেলে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকলজি অ্যান্ড অবস্টেটরিকসের মতে, আট দিন পর্যন্ত এই ব্যাপ্তি সাধারণ বলেও গণ্য হয়। 

কীভাবে এটি প্রভাবিত হচ্ছে প্যান্ডেমিক দ্বারা? 

মাসিক চক্র সাধারণত ডিম্বাশয়ের সঙ্গে মস্তিষ্ক এবং পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হরমোনের দ্বারা প্রভাবিত হয় যাকে মিলিত ভাবে HPG অক্ষ বলা হয়ে থাকে। শরীরের প্রতিবন্ধকতা অক্ষ নির্গত হরমোনকে বাঁধা দিতে পারে, এবং মাসিক চক্রের বিভিন্ন দিক তথা দৈর্ঘ এবং উপসর্গকে প্রভাবিত করে। 

যেমন, ভারী ব্যায়াম কিংবা চরম ডায়েটের কারণেই পিরিয়ড মিস হতে পারে। আবার অনেক সময় খাবার গ্রহণের পরিমাণ বেড়ে গেলে তার বিপরীত দেখা যেতে পারে। তাই মাসিক চক্রের পরিবর্তনের সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। পরিবর্তনগুলি মূল্যায়ন করা দরকার....মহামারীর চাপ এবং স্ট্রেস সবথেকে বেশি সমস্যার সৃষ্টি করেছে। মাসিক অনিয়ম এবং দৈর্ঘ্যের মধ্যেও অনেক পরিবর্তন দেখা গেছে। যুক্তরাজ্যের কম করে ৪৬% মানুষ মহামারী চলাকালীন নিজেদের মেনস্ট্রুয়েশন চলাকালীন পরিবর্তন লক্ষ্য করেছিলেন। আবার অনেকেই বলছেন, মহামারীর অন্যান্য কারণেও প্রভাবশালী পরিবর্তন হতে পারে। ওজন বৃদ্ধি, বর্ধিত অ্যালকোহল সেবন তথা ওষুধের প্রয়োজন সবকিছু মিলিয়েই এই প্রভাব ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে।

ভ্যাকসিনের প্রভাব কীভাবে এই পরিবর্তন ঘটাচ্ছে? 

কোভিড ভ্যাকসিন গুলির প্রভাবে বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে শরীরে। রিপোর্টে পাওয়া গেছে সেই তথ্য, বিশেষ করে চক্রের দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে এই কারণে। আবার ঋতুস্রাব সংক্রান্ত ট্রায়াল গুলিতেও পাওয়া গেছে সেই তথ্য, মানসিক পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মাসিক চক্রের ভিন্নতা দেখা দিচ্ছে। 

প্রথম ডোজের পর নয়, দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই অনেকে বিলম্ব অনুভব করেছেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, যারা এক চক্রে দুটি ডোজ গ্রহণ করেছিল, তাদের দিনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। 

চিকিৎসকরা পরামর্শ দেয়, যে মানসিক এবং মাসিক চক্রের ব্যাঘাত স্বাভাবিক! এটি মহামারী এবং ভ্যাকসিনের প্রভাব...এই অধ্যয়ন গুলি দুইদিকে পরিবর্তন ঘটাচ্ছে, বর্ণনাকারী ব্যক্তিদের অভিজ্ঞতাকে যাচাই করে বেশকিছু ক্ষণস্থায়ী বলে আশ্বস্ত করে।

health Menstruation
Advertisment