How to clean a split AC machine yourself: আজকাল বেশিরভাগেরই বাড়িতে স্প্লিট এসি মেশিন (Split AC Machine) ব্যবহার হয়। একটানা অনেকদিন এসি (AIr Conditioner) চালানোয় মেশিনে ধুলো জমে। তাই মাঝে মধ্যেই এসি মেশিন পরিষ্কারের (AC Cleaning) প্রয়োজন। এর জন্য রইল সহজ কিছু টিপস।
সবসময় বাড়িতে লোক ডেকে এসি মেশিন পরিষ্কার করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিজেকেই হাত লাগাতে হবে। বাড়িতে নিজেই কীভাবে স্প্লিট এসি পরিষ্কার করবেন?
এসি পরিষ্কার করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। নির্দিষ্ট সময়ান্তরে এয়ার কন্ডিশন পরিষ্কার না করলে মেশিনের উপর চাপ পড়ে। সহজে ঘর ঠান্ডা হতে চায় না। এমনকী এসি খারাপও হয়ে যেতে পারে। অর্থাৎ কুলিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিত ভাবে এসি মেশিন পরিষ্কার করা দরকার।
এসি পরিষ্কারের সময় কী কী করবেন?
সরঞ্জাম গুছিয়ে নিন- এসি পরিষ্কার করার আগে মেশিন বন্ধ করে সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে নেওয়া দরকার।
পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিন। সঙ্গে রাখুন নরম কাপড়। যদি এসি মেশন অনেক উঁচুতে লাগানো থাকে তাহলে মই প্রয়োজন।
ধাপে ধাপে পরিষ্কার করুন- প্রথমে এসি মেশিনের জালি ব্রাশ বা নরম কাপড় দিয়ে ঘষে ঘষে সাবান জল দিয়ে পরিষ্কার রতে হবে।
আরও পড়ুন- AC Machine: এই দাবদাহে অনাদরে এসির আউটডোর ইউনিট? ভুল শুধরান, নাহলেই পকেট খসতে বাধ্য
এসি মেশিনের নেট পরিষ্কার- এসি মেশিনের নেট পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। ওই নেট অংশে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার চালিয়ে ধরে রাখলে হাওয়ার তীব্রতায় ধুলোময়লা বেরিয়ে যাবে।
সতর্কতা- পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই এসি মেশিন চালিয়ে দেখতে যাবেন না। অন্তত এক ঘণ্টা ভালভাবে মেশিন শুকিয়ে নিতে দিন। তারপর এসি চালিয়ে দেখুন সব ঠিক আছে কিনা।
আরও পড়ুন- AC Machine: সবসময় চলছে এসি, বিদ্যুতের বিল দেখে চোখ ছানাবড়া, মানুন ৮ ট্রিকস, রেহাই নিশ্চিৎ
এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করুন- এয়ার কন্ডিশনার মেশিন বাইরে থেকেও পরিষ্কার রাখা প্রয়োজন। তাই এসি মেশিনের বাইরের অংশেও ময়লা থাকলে তা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এসি মেশিনের বাইরের অংশের নোংরা পরিষ্কার করার জন্য হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন। একটি মগে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে হোয়াইট ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ওই মিশ্রণ দিয়েই এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করে নিন।