Advertisment

স্প্লিটএন্ডস নিয়ে চিন্তিত? এই হ্যাক গুলি কাজে দেবে!

চুলের আগা ভাল রাখতে এগুলি করতেই পারেন

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
NULL

প্রতীকী ছবি

চুল নিয়ে মানুষের এখন সমস্যার শেষ নেই। রুক্ষ চুল,সমানেই চুল ঝরে যাচ্ছে এবং খুশকি সঙ্গে আরও কত কি। আর এখনকার দিন দাড়িয়ে স্টাইলিং করার অন্ত নেই। এখন স্ট্রেট তো কালকেই কার্ল ফলেই বাড়ছে চুল নষ্ট হওয়ার জোগাড়। কিছুদিন পর থেকেই সমানেই ফেটে যেতে থাকে চুলের আগা। আর চুল বাড়তে খুবিই সমস্যা দেখা দিয়ে থাকে। এটি কেন হয়? 

Advertisment

অত্যধিক চুলের ওপর অযত্ন থেকেই এটি বেশি দেখা দেয় এবং সেই থেকেই শুরু হয় স্প্লিটএন্ডস। চুল বাড়ে নাকি তেলে জলে, আর বর্তমান সময়ে দাঁড়িয়ে তেল দেয় না বেশিরভাগ মানুষ। আর সেই কারণেই প্রয়োজনীয় পুষ্টির অভাব চুল দুর্বল করে ফেলে। বেশিরভাগ সময়ই চুল ফাটা দেখলে আমরা হালকা করে ট্রিম করে নি কিন্তু ফের যে কে সেই। সেই কারণে চুল এলোপাথাড়ি না কেটে একে বাঁচানোর উপায় খুঁজতে হবে।

সম্প্রতি ডার্মাটোলজিস্ট আঁচল পান্থ বেশ কিছু টিপস শেয়ার করেছেন আসলেই কীভাবে এই সমস্যা থেকে চুলকে বাঁচানো যায়। চলুন দেখে নিই! 

Advertisment

প্রথমত, চুল ভেজা থাকলে একে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। একেবারেই জোড়ে তোয়ালে দিয়ে ঝাড়া মোছা যাবে না।

দ্বিতীয়ত, তিনি বলেন চুল মোছার সময় কটনের জামা কিংবা কাপড় ব্যবহার করা বেশি ভাল। নয়ত চুল ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

তৃতীয়ত, চুল যখন ভেজা থাকবে মোটা ভাগের চিরুনি দিয়েই চুল আঁচড়াবেন। সরু দাতের চিরুনি চুল ভেজা থাকলে ব্যবহার করবেন না।

চতুর্থত, অবশ্যই শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগাবেন। এতে চুল পড়ে কম এবং আগা ভাঙেও কম।

পঞ্চমত, প্রতি সপ্তাহে অন্তত একবার হেয়ার মাস্ক লাগাবেন। ভেজা এবং পরিষ্কার চুলে অন্তত ১৫/২০ মিনিটের মত লাগিয়ে সেটিকে ধুয়ে ফেলবেন। 

শেষ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ চুলে হিট দেওয়া বন্ধ করতে হবে। ড্রায়ার কিংবা স্ট্রেটনার এগুলো যত কম পারবেন ব্যবহার করুন দরকার পড়লে চুলে ভাল একটি সিরাম লাগান এতে চুল পুষ্টি পাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment