Advertisment

Oil Free Chicken: একফোঁটা তেলও লাগবে না, সহজেই রেডি দারুণ স্বাদের মুরগির মাংস, কীভাবে? জানুন ঝটপট

Oil free chicken recipes: ইদানিং স্বাস্থ্য নিয়ে বহু মানুষ অধিকমাত্রায় সচেতন হয়ে পড়েছেন। অনেকেই এখন অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলেন। চিকিৎসকরাও অনেককে বেশি তেলের খাবার এড়িয়ে চলতেই পরামর্শ দেন। তাই খাদ্যরসিক বাঙালির একটি বড় অংশের এখন কম তেলযুক্ত খাবারের প্রতি ঝোঁক বাড়ছে। তবে বিনা তেলে মাংস রান্না কীভাবে হয় তা জানার আগ্রহও বাড়ছে। বিশেষ এই প্রতিবেদেনে এমনই বিনা তেলের মুরগির মাংসের রান্নার একটি বাম্পার রেসিপির হদিশ মিলবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
How to cook chicken without oil and spices, বিনা তেলে মাংস রান্না, চিকেন

Oil free chicken recipes: প্রতীকী ছবি।

Oil free chicken recipes: ইদানিং নিয়ে স্বাস্থ্য সচেতনতা বেড়ে গিয়েছে অনেকাংশে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে অনেকেই বেশি তেল যুক্ত খাবার খেতে চান না। বিনা তেলের রান্নার প্রতি ইদানিং ঝোঁক বাড়ছে বহুলাংশে। বিনা তেলে চিকেন খেয়ে দেখেছেন কোনও দিন? কীভাবে বাড়িতেই বানাবেন এই বাম্পার রেসিপি? না জানা থাকলে জেনে নিন বিশেষ এই প্রতিবেদনে।

Advertisment

উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংসের সঙ্গে পরিমাণ মতো আদা, রসুন বাটা, দু'চামচ দই, গোলমরিচের গুঁড়ো এক চা চামচ, ছোট দুটো পেঁয়াজ, এক চা চামচ গরম মশলা গুঁড়ো এবং গোটা গরম মশলা নিন পরিমাণ মতো।

কীভাবে বানাবেন বিনা তেলে মাংস?

গোটা গরম মশলাটা আলাদা করে সরিয়ে রাখুন। বাকি সব উপকরণ দিয়ে চিকেনটা ভালো করে মেখে নিন। আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখুন। অল্প আঁচে এরপর ফ্রাইং প্যানের ওপরে গরম মশলা দিন। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেন ঢেলে দিন। গোটা রান্নাটাই করতে হবে অল্প আঁচে। সামান্য জল দিন, বাকি জল মাংস থেকেই বেরোবে। তাতেই সেদ্ধ হয়ে যাবে মাংস। নাড়াচাড়া করে নামিয়ে নিন। জিভে জল আনা বিনা তেলের চিকেনের বাম্পার রেসিপি তৈরি।

আরও পড়ুন- Oil less Poori Recipe: একফোঁটা তেলও লাগবে না, জলেই ভাজুন ফুলকো ফুলকো লুচি! নিমেষে জানুন বাম্পার রেসিপি

আরও পড়ুন- Hilsa: যে যা বলছে বলুক! ইলিশ ছুঁয়েও দেখবেন না এঁরা, নয়তো বিপদের শেষ থাকবে না!

বিশেষজ্ঞরা বলছেন, চিকেনের এই রেসিপি যেমন স্বাদে অপূর্ব তেমনই এটি স্বাস্থ্যকরও বটে। বিনা তেলে মাংস কীভাবে রান্না হবে? যঁরা এটা ভেবে এতদিন অবাক হতেন, তাঁদের জন্য এই বিশেষ রেসিপি দারুণ কার্যকরী হতে পারে। তাই এখনই বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। অনেকেই বলছেন, একবার এই রান্নার প্রেমে পড়লে তা থেকে বেরিয়ে আসা বেশ কষ্টসাধ্য।

আরও পড়ুন- Electricity Bill: হঠাৎ বাড়ির বিদ্যুতের বিল বেশি এসেছে? দুচিন্তা ছাড়ুন! সহজ এই কাজেই পান মুক্তি

আরও পড়ুন- BSNL: অভাবনীয় অফার BSNL-এর! নামমাত্র খরচে আনলিমিটেড ভয়েস কল ও দেদার ইন্টারনেট

chicken recipe lifestyle food Pepper Chicken oil free chicken
Advertisment