Christmas decoration 2019:
কলকাতাকে যখন প্রথম প্রেমের মতো সুন্দর লাগে, বছরের সেই সময়টা এসে গিয়েছে। পৌষ পড়ে গিয়েছে। জাঁকিয়ে নেমেছে শীত। তাপমাত্রা নিম্নমুখী। বেশিরভাগ স্কুলে বার্ষিক পরীক্ষার পাটাপাট শেষ, অতএব কচিকাঁচারা বাড়িতেই। আর ক'টা দিন পরেই বড়দিন। মহানগরের রাস্তার দুধারে দু'পা হাঁটলেই ফুটপাথ জুড়ে সারি সারি ক্রিসমাস ট্রি, জিঙ্গল বেল, রঙ্গিন রাংতা, লাল ওভারকোটে নানা মাপের সান্টা ক্লজেরা ঝুলে আছে। উদযাপনে মেতেছে কলকাতাবাসী। শুধুই পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া, আর ফ্লুরিজ, নাহুমসে লম্বা লাইনে দাঁড়িয়ে সময় যাবে বুঝি? উৎসবের মেজাজটা তো ধরে রাখতে হবে চার দেওয়ালের মধ্যেও। তারই কিছু উপায় বাতলানো হল।
রং এর দিকে জোর দিন
ক্রিসমাস বললেই আমাদের মনে মূলত তিনটে রঙের কথা মাথায় আসে। লাল-সবুজ-সাদা। একঘেয়েমি কাটাতে একটু আলাদা রং রাখবেন। ছাই, সোনালী অথবা রূপোলী। ঘরের পর্দা অথবা বেড কভারে হালকা গোলাপি রং ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন, বড়দিনের মরশুমে কী ভাবে সাজাবেন আপনার ঘর?
ক্রিসমাস স্পেশাল আলো ব্যবহার করুন
ঘর রঙিন রাখতে নানা ধরনের আলো ব্যবহার করতে পারেন। নানা রঙের আলো ব্যবহার করতে পারেন। আর বাড়িতে কাচের জানলা, আয়না, শো কেস অথবা কাচের টেবিল থাকলে, এমন ভাবে আলো লাগান, যাতে কাচে তা প্রতিফলিত হয়। আর ক্রিসমাসের সময় বড় আলো না জ্বেলে এই আলো জ্বালুন। বড়দিনের আমেজ তৈরি হবে।
উৎসবের মেজাজের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে ফেলুন কুশন কভার।
ঘরের আসবাব এদিক সেদিক করুন
ঘরের আসবাব গুলো একটু ওলোট পালোট করে নিন। একটা ফ্রেশ লুক পাওয়া যাবে। বিছানা, ড্রেসিং টেবিল, বেড সাইড টেবিল, সোফাসেটটাকে একটু এদিক ওদিক করে দিন। ঘরের কোণগুলোকে সুন্দর ভাবে ব্যভার করুন।
কুশন কভার বদলে ফেলুন উৎসবের মেজাজের সঙ্গে সামঞ্জস্য রেখে
প্রতি উৎসবের একটা আলাদা মেজাজ থাকে। সেই উৎসব এবং মরশুমের সঙ্গে সামঞ্জস্য রেখে কুশন আর সোফা কভার বদলে ফেলুন।