6 easy tips to keep roses fresh: ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। প্রেমের এই সপ্তাহ শুরু হয়েছে রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। এই দিনে প্রেমিক-প্রেমিকা একে অপরকে লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেছেন। রোজ ডে-তে উপহারে পাওয়া গোলাপ ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সেই গোলাপ যদি শুকিয়ে যায়, তাহলে প্রেম যদি ভেঙে যায়! তাই জন্য উপহারে পাওয়া গোলাপ এই সহজ কায়দায় অনেক দিন তাজা রাখতে পারবেন।
আসলে গাছ থেকে তোলার পর ফুল দ্রুতি শুকিয়ে যায়। এই অবস্থায় আপনাকে বিশেষ কিছু টিপস দেওয়া হল যাতে নিজের প্রেমের উপহারকে দীর্ঘ সময় পর্যন্ত তাজা রাখতে পারবেন। এই টিপসগুলি মেনে চললেই গোলাপ শোকাবে না। অনেকদিন পর্যন্ত টাটকা থাকবে। আপনার প্রেমও অটুট থাকবে।
গোলাপকে ঠিক ভাবে কাটুন
গোলাপ দীর্ঘসময় পর্যন্ত টাটকা রাখতে গেলে সবার প্রথমে এর ডাঁটিগুলি ভাল করে কাটুন। গোলাপ জলে ডুবিয়ে রাখতে হলে সবসময় ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে রাখতে হবে। এতে ফুল অনেক বেশি জল শুষতে পারে এবং তার ফলে ফুলও অনেকদিন তাজা থাকবে।
পাতা ফেলে দিন
জলে রাখার আগে গোলাপের পাতাগুলি ফেলে দিন। কারণ জলে ডুবে থাকা গোলাপের পাতা তাড়াতাড়ি পচে যায়। যার ফলে ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং ফুলও তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই অবস্থায় ফুল থেকে পাতা আলাদা করে তবেই জলে রাখুন।
ঈষদুষ্ণ জলে রাখুন
গোলাপ সবসময় পরিষ্কার এবং ঈষদুষ্ণ দলে ডুবিয়ে রাখবেন। এটাতে অনেক সময় পর্যন্ত গোলাপ আর্দ্র থাকে। এটাও মাথায় রাখবেন, প্রতেকদিন জল পাল্টাবেন। যাতে জলে জীবাণু হবে না এবং গোলাপও অনেক দিন তাজা থাকবে।
আরও পড়ুন কাছের মানুষকে দিন এই বিশেষ রঙের 'টেডি', ভালবাসায় আঁকড়ে ধরবে আপনাকে
চিনি এবং ভিনেগার
চিনি এবং ভিনেগার গোলাপকে অনেকদিন তাজা রাখতে সাহায্য করে। এই জন্য জলে ১ চামচ চিনি এবং ২-৩ ফোটা ভিনেগার ঢেলে ভাল করে মিশিয়ে নিন। চিনি ফুলকে পুষ্টি দেয় এবং ভিনেগার জীবাণু নাশ করে। যাতে ফুল তাড়াতাড়ি শুকিয়ে না যায়।
প্রিজার্ভেটিভ
গোলাপকে অনেকদিন তাজা রাখতে আপনি বাজার থেকে ফ্লাওয়ার প্রিজার্ভেটিভ ব্যবহার করতে পারেন। এটি গোলাপকে তাজা রাখতে সাহায্য করে।
সঠিক তাপমাত্রায় রাখুন
এগুলি ছাড়াও গোলাপকে সরাসরি সুর্যালোকে রাখবেন না। রোদে তাড়াতাড়ি ফুল শুকিয়ে যায়। এটাকে ঠান্ডা জায়গায় রাখুন কিন্তু এসির হাওয়া থেকে দূরে রাখবেন। রাতে গোলাপকে কাগজে মুড়িয়ে ফ্রিজে রাখতে পারেন। এতে ফুল তাজা থাকবে।
গোলাপ ফুল আর্দ্র রাখার জন্য মাঝেমধ্যে স্প্রে-বোতল থেকে জল ছেটাতে পারেন। এতে গোলাপের পাপড়ি জলদি শুকাবে না।