Advertisment

লিপস্টিক কী ভাবে লাগালে দীর্ঘক্ষণ স্থায়ী হয়?

যে রং লাগাবেন, একই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনেকেই প্রসাধনী ব্যবহার করতে পছন্দ করেন না। কিন্তু লিপস্টিক টা আজকাল প্রসাধনীর মধ্যে ফেলতে চাননা অনেকেই। সারা মুখে নো-মেকআপ, শুধু ঠোঁটে গাঢ় লিপস্টিক, এই-ই হয়েছে হালফিলের ফ্যাশন। কিন্তু তার জন্য লিপস্টিকটা ঠিক মতো পরা চাই। অনেকেই ঠিকঠাক পরতে না পেরে লিপস্টিক সারা মুখে মাখিয়ে ফেলেন। সেটা কিন্তু মোটেও ফ্যাশনেবল নয়।

Advertisment

১. প্রথমে চিনি আর নারকেল তেল দিয়ে ঠোঁট হালকা মালিশ করে নিন। মরা চামড়া উঠে যাবে।

২. লিপজেল লাগিয়ে নিন। চলে যাবে খসখসে ভাব।

৩. ঠোঁটে প্রাইমার দিন। ঠোঁটকাঠির রং অনেকক্ষণ স্থায়ী হবে। রংটাও সঠিকভাবে ফুটে উঠবে।

৪. ফাউন্ডেশন লাগান।

আরও পড়ুন, পায়ের যত্ন নেবেন কী ভাবে?

৫. যে রং লাগাবেন, একই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন।

৬. এবার লিপস্টিক ব্যবহার করুন।

৭. লিপস্টিক লাগানোর পর টিস্যু পেপার দিয়ে হালকা চাপ দিন। টিস্যুর ওপর দিয়ে একটু পাউডার বুলিয়ে নিন ব্রাশের সাহায্যে।

৮. এবার আবার এক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন।

bengali fashion
Advertisment